শূন্য থেকে ইতিহাস- জোহরান মামদানির নিউইয়র্ক জয়
নিউ ইয়র্ক সিটি- বিশ্বের অর্থনীতির ইঞ্জিন। এই শহরের ইতিহাসে ২০২৫ সালে এক অনন্য মাইলফলক তৈরি করেছেন ভারতীয় বংশোদ্ভূত উগান্ডার কাম্পালাতে জন্ম নিয়ে আমেরিকায় আসা মুসলিম-খৃষ্টান-হিন্দু-ইহুদি মিলনের প্রতীকের মতো তরুণ নেতা- জোহরান মামদানি। যাঁর হাতে আজ নিউইয়র্কের নেতৃত্ব, যাঁর যাত্রা সত্যিই শূন্য থেকে একশোতে গিয়ে ঠেকেছে।