সাহিত্য
ভালোবাসি তোমাকে
মানুষের আসলে একটা মানুষই লাগে।
এই যে আমার হাজারটা রাগ, ক্ষোভ, অভিযোগ, অনুযোগ, অভিমান
সবটা তোমার উপড় উগড়ে দেবার পরেও যখন একটু আরাম খুঁজি।
তখন দেখি সেটাও তোমার কাছেই।
ফিলিস্তিন, ক্ষমা করো
আমি জীবন বাজি রাখতে জানি
জানি অপরিসীম আকাশকে ছুঁয়ে দেখতে, টেনে নামাতে
নিজ গৃহেই ধর্ষিত
পোশাকের দোষ? তবে কেন রোজ,
হয়রে নারী, নিজ গৃহেই হয় ধর্ষিত
যদি একবার ডাকো
যদি একবার ডাকো,
আমি ভুলে যাবো সকল অভিমান
মরুভূমির বুকে কাটবো সাঁতার
জল থাকুক বা না থাকুক।
চতুর
চতুর সর্বদাই চতুরতার ছলে,
ডানা মেলেই ছুটে চলে
এ প্রান্ত হতে ঐ প্রান্তে
ছলচাতুরীর বলে,
ধোঁয়াশা জীবন
সিগারেটে একটুখানি সুখ টান,
ক্ষণিকের এক ভ্রান্তি,