সাহিত্য
স্বপ্ন মানুষ
আমি প্রেমিক চাই না,
কারণ সময়ের সাথে সাথে সে-ও হারিয়ে যায় !!
নেশা
এবার বেতন পেয়ে মহাকাশ যাবার যান ভাড়া করব,
চলে যাব তোমাদের সব কোলাহল ছেড়ে,
রেখে যাব সব স্বপ্ন এ নগরীতে।
দূরে যাচ্ছি দূরে
দূরে যাচ্ছি বলে এ যাত্রা সহজ,
এ গন্তব্যে সম্ভাব্য ভুল নেই কোন,
কারণ,পথ অসংখ্য তার- দূরে যাবার।।
মানুষই মানুষের ঔষধ
মানুষই মানুষের ঔষধ
কেউ সুখ দেয় আবার কেউ দুঃখ দেয়.!
ভালোবাসার অপর নাম প্রায়রিটি
প্রায়রিটি নামক জিনিসের উপর ভালোবাসা টিকে থাকে,,,
একটা মানুষ বাঁচতে গেলে কি চায়?
বিজয়
আমার কাছে বিজয় মানে
তোর কপালের টিপ
ঝড়-ঝঞ্ঝা সহ্য করে
জ্বলে থাকা দ্বীপ।
অন্ধকারের আলো
আলো শুধু দেখতে সাহায্য করে তা নয়
বাধাও সৃষ্টি করে।
সূর্যের আলোতে শত সহস্র তারা লুকিয়ে পড়ে
কিন্তু অস্তিত্বহীন হয় না কখনো।