সাহিত্য
আমার মা
নিঠুর পৃথিবীর প্রখর বাস্তবতার
দগদগে আগুনে যখন হই ঝলসিত,
মুমূর্ষু ক্লান্ত।
বিজয়
আমার কাছে বিজয় মানে
তোর কপালের টিপ
ঝড়-ঝঞ্ঝা সহ্য করে
জ্বলে থাকা দ্বীপ।
অন্ধকারের আলো
আলো শুধু দেখতে সাহায্য করে তা নয়
বাধাও সৃষ্টি করে।
সূর্যের আলোতে শত সহস্র তারা লুকিয়ে পড়ে
কিন্তু অস্তিত্বহীন হয় না কখনো।
ভবঘুরে
আমার খেয়ালী ভাবনায়
স্বপ্নের জাল বুনি;
আমার চিন্তা চেতনায়
মহাগ্রন্থের প্রতিধ্বনী শুনি।।
মনে পড়ে?
মনে পড়ে?
সেই যে খদ্দের হয়ে সঙ্গী খোঁজার খেলা?
অন্ধকার ব্রীজের এক পারে তুমি
আর একপারে জোয়ান খোঁজায় ব্যস্ত আমি।
প্রেম থাকবে রটে
কতোদিন তোমায় দেখিনা
তুমিও আমায় চেয়ে দেখো না
কতোদিন বৃষ্টি হয় না
মেঘ ও অন্ধকারে গর্জে উঠেনা!