সাহিত্য

আকাশ

আকাশ যেন এক বিস্তীর্ণ ক্যানভাস—
প্রতিদিন নতুন রঙে আঁকা হয় তার চিত্র।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
বুকের ভিতর ছিল এক ছোট্ট শহর...

যেই শহরে তুমি নেই—
সেই শহরে সূর্য ওঠে ঠিকই,
কিন্তু তার আলোয় আর উষ্ণতা থাকে না।
চাঁদ ওঠে, কিন্তু চাঁদের কোমল আলোতেও,
জাগে না আর কোনো মায়া।

চাইলেই কি?

চাইলেই কি পারে পাখি যেতে উড়ে
চাইলেই কি বিপদ তোমার যাবে সরে
চাইলেই কি এড়ানো যাবে মরণ
রুখে দিবে একদিন অচেনা য় গমন!

মন খারাপের গল্প

নিজেকে একলা করতে ইচ্ছে করে,যেখানে কেউ পাশে থেকেও অনেক দুরে,তাকে আর কাছে ডাকতে ইচ্ছে করে না,

ফুলগুলো ফুটতেই ঝরে গেল

মাইলস্টোন স্কুলের আঙিনায়
দগ্ধ ফুলে গেছে ভরে,
আজ বিষাদের ছায়া, স্তব্ধ বাতাস।

নির্লজ্জ ভিউ বাণিজ্য !

ঠিক কতটা নির্লজ্জ হলে,
জাতি হিসেবে নিকৃষ্ট হলে
রক্তাক্ত কোন প্রান্তরেও,
আমরা ভিউ বাণিজ্য খুঁজি।