সাহিত্য
অনেক কথা বলার ছিলো
(সাদিক ভাইয়ের চরণে শ্রদ্ধাঞ্জলি)
তুমি চাঁদের আলোর মতো ভালো থেকো
(শ্রদ্ধেয় কবি সৈয়দ আব্দুস সাদিক স্মরণে)
উত্তর
(প্রয়াত কবি সৈয়দ আবদুস সাদিক স্মরণে)
তুমি হাজার বছরের তেজস্বী ভিক্ষু
(শ্রদ্ধেয় কবি সৈয়দ আব্দুস সাদিক স্মরণে)
কান্তকবি রজনীকান্ত সেনের ব্যঙ্গ কবিতা 'বুড়ো বাঙ্গাল'
ব্যঙ্গ কবিতা রচনায় সিদ্ধহস্ত ছিলেন প্রখ্যাত কবি, গীতিকার রজনীকান্ত সেন। দ্বিজেন্দ্রলাল রায়ের সমসাময়িক এই গীতিকারের গানগুলো খুবই জনপ্রিয়। "কান্তকবি" নামে পরিচিত সুরকার হিসেবে বাঙালি শিক্ষা-সংস্কৃতিতে চিরস্মরণীয় হয়ে আছেন।
সমাজের পরিক্রমা
বই ভালো লাগে না, বই আমি পড়ি না লেখাপড়া ভালো না, আমারে তো টানে না মন আমার বসে না, পড়তে আমি পারি না কবিতা ভালো না, উপন্যাস টানে না।