সাহিত্য
বড্ড বেশিই ক্লান্ত
আজ আমি বড্ড বেশিই ক্লান্ত।
মনের যে যত্নের লোভে আত্মবলিদান-
হুম বলিদানই বলা শ্রেয়,
যেজীবন হতে মুখ ফিরিয়ে নেয়া
তাতে লোভ হওয়া বলিদানই বৈকি।
আমার মা
নিঠুর পৃথিবীর প্রখর বাস্তবতার
দগদগে আগুনে যখন হই ঝলসিত,
মুমূর্ষু ক্লান্ত।
শাপলা ফুলের গয়না
ইচ্ছে করে, ইচ্ছে মতো, ইচ্ছে ঘুড়ি উড়াই
খোলা মাঠে, দিঘীর ঘাটে, ঘুরেঘুরে বেড়াই।
নেশা
এবার বেতন পেয়ে মহাকাশ যাবার যান ভাড়া করব,
চলে যাব তোমাদের সব কোলাহল ছেড়ে,
রেখে যাব সব স্বপ্ন এ নগরীতে।
দূরে যাচ্ছি দূরে
দূরে যাচ্ছি বলে এ যাত্রা সহজ,
এ গন্তব্যে সম্ভাব্য ভুল নেই কোন,
কারণ,পথ অসংখ্য তার- দূরে যাবার।।
মানুষই মানুষের ঔষধ
মানুষই মানুষের ঔষধ
কেউ সুখ দেয় আবার কেউ দুঃখ দেয়.!
ভালোবাসার অপর নাম প্রায়রিটি
প্রায়রিটি নামক জিনিসের উপর ভালোবাসা টিকে থাকে,,,
একটা মানুষ বাঁচতে গেলে কি চায়?