ম্যারাডোনা
ম্যারাডোনার মৃতদেহের ময়নাতদন্ত করা চিকিৎসক দিলেন আরও ভয়ংকর তথ্য
ডিয়েগো ম্যারাডোনার মৃতদেহের ময়নাতদন্তে অংশ নেওয়া ফরেনসিক চিকিৎসক মরিসিও কাসিনেল্লি সম্প্রতি সান ইসিদরো আদালতে দেওয়া সাক্ষ্যে বলেন, কিংবদন্তি ফুটবলারের মৃত্যু হয় 'যন্ত্রণা'তে, যা তাঁর স্বাস্থ্য পরিস্থিতির গভীর সংকট প্রতিফলিত করে।