বেড়ানো
ঘুরে বেড়ানোর গল্প : গ্রান্ড ক্যানিয়ন এবং আরো অনেক
গ্রান্ড ক্যানিয়ন,আমেরিকা বা পৃথিবীর এক অবাক ভুতাত্বিক বিস্ময়। ২০১৪ সালে প্রথম যখন আমেরিকা আসি তখন থেকেই এটা দেখার তীব্র ইচ্ছে ছিল। এবার যখন ৪র্থ বারে আমেরিকা এলাম তখন ছেলে চমক-ই বললো, আব্বু চলো যাই গ্রান্ড ক্যানিয়নে।