বিষাদ
কিশোর কুমার : ভাঙা চাঁদের আলোয় আনন্দের সুর, বিষাদের রেশ
এই দিনে জন্মেছিলেন এক বিস্ময়! যিনি ছিলেন সংগীতের মাতালের মতো, আবার নিঃসঙ্গ ব্যাকরণহীন এক কবিও বটে। এক বহুমাত্রিক শিল্পী, যিনি গানের ভাষায় হৃদয়ের আলেখ্য এঁকেছেন, আর অভিনয়ের পরতে পরতে সাজিয়ে রেখেছেন হাসি ও বিষাদের ধ্রুবপদ।