নিপীড়িত
নিপীড়িত মানুষের হয়ে কথা বলি, ন্যায় বিচারের পক্ষে সোচ্চার হই
পাহাড় কেটে স্বর্ন খনির বর্জ্য নদীতে ফেলার প্রতিবাদে আন্দোলন করায় কারাগারে আছেন কলম্বিয়ান কৃষক ডন পোরফিরিও। তাঁর বয়স এখন ছিয়াশি। তাঁর সাথে আরো ১১ জন কৃষক কলম্বিয়ার কারাগারে রয়েছেন। তাদের বিরুদ্ধে অভিযোগ কৃষিকাজের জন্য জল রক্ষার আন্দোলন করা। অভিযোগ করেছে খনি হতে স্বর্ন উত্তোলনকারী প্রতিষ্ঠান।