বুয়ালোই
টাইফুন বুয়ালোইয়ের আঘাতে ভিয়েতনামে প্রাণহানি, নিখোঁজ ১২ জেলে
টাইফুন বুয়ালোইয়ের আঘাতে ভিয়েতনামের উত্তর-মধ্যাঞ্চলে ব্যাপক বৃষ্টি ও জলোচ্ছ্বাসের ফলে বহু উপকূলীয় এলাকা প্লাবিত হয়েছে। ঝড়টির প্রভাবে এখন পর্যন্ত একজনের মৃত্যু ও ১২ জেলের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।