চার্চ
রাজধানীতে চলছে বড়দিন উদযাপন, চার্চগুলোতে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা
দুই হাজার বছরের বেশি সময় আগে ২৫ ডিসেম্বর ইসরাইলের বেথেলহেম শহরে কোনো এক গোশালায় কুমারী মাতা মেরির গর্ভে জন্ম নেন যিশু। পৃথিবীর সব অশান্তি দূর করে শান্তি-সমৃদ্ধি কামনায় যিশুর আগমনের দিনটিকে বড়দিন হিসেবে উদযাপন করছে দেশের খ্রিস্টান ধর্মাবলম্বীরা।