কবিতা
মুক্তির আকাঙ্ক্ষা
মুক্তি চাই গ্লানি আর হতাশা থেকে
মুক্তি হউক অরাজকতা আর অশান্তি হতে
রক্ষা চাই দুঃখ কষ্ট আর হিংসা থেকে
পরিত্রাণ চাই অসহায়ত্ব দুশ্চিন্তা আর কুচিন্তা হতে।
যদি একবার ডাকো
যদি একবার ডাকো,
আমি ভুলে যাবো সকল অভিমান
মরুভূমির বুকে কাটবো সাঁতার
জল থাকুক বা না থাকুক।
চতুর
চতুর সর্বদাই চতুরতার ছলে,
ডানা মেলেই ছুটে চলে
এ প্রান্ত হতে ঐ প্রান্তে
ছলচাতুরীর বলে,
পরিত্রাণ
এসেছিলে শূন্য হাতে
কি নিয়ে যাবে সাথে?
আক্ষেপের শেষ নাই
চাওয়া পাওয়া বৃথা তাই।
বিপদের রংধনু
বিপদ লুকানো সর্বত্র
ছড়ানো ছিটানো যত্রতত্র
থেকো মনোযোগী,সাবধান
পাবে আন্তরিকতায় সমাধান।