কবি গাউসুর রহমান
গভীর জীবনবোধের কবি গাউসুর রহমান
বাংলা সাহিত্যের অঙ্গনে যুগে যুগে এমন কিছু কবি এসেছেন, যাদের লেখনী শুধু শব্দের বুনন নয়, বরং জীবনের গভীরতম অনুভূতির প্রতিচ্ছবি। গাউসুর রহমান তেমনই একজন কবি, যাঁর কবিতায় একাধারে ফুটে উঠেছে বিপন্ন মানবতা, সামাজিক বৈষম্য, প্রেম-বিরহের অন্তহীন আরাধনা এবং অস্তিত্বের জটিল মারপ্যাঁচ।