খোকসায় পাট বীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

সোমবার, ১২ আগস্ট, ২০২৪ ৮:০৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার খোকসায় পাট অফিসের উদ্যোগে উপজেলার পাট বীজ উৎপাদনকারী কৃষকদের একদিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা মিলনায়তনে দিনব্যাপী এ প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে মোট ৭৫ জন কৃষক অংশগ্রহণ করে।
উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা'র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা কৃষি উপ-পরিচালক মো. রফিকুজ্জামান, পাট বীজ বিএডিসি কুষ্টিয়া সহকারী পরিচালক আবু বকর সিদ্দিক, উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মামুনুর রশিদ ও খোকসা উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোস্তাফিজুর রহমানসহ আরো অনেকেই।
এ সময় বক্তারা বলেন, দেশীয় উৎপাদিত পাট বীজ আমাদেরকে পাটের বিভিন্ন উন্নয়নে যথেষ্ট ভূমিকা পালন করবে। আর সেজন্যই অবশ্যই প্রত্যেকটি কৃষকেরই উচিত তাদের যে পাট রোপন করা হয়েছে সেখান থেকে কিছু অংশ পার্ট বীজ উৎপাদনের জন্য রাখা উচিত। আমাদের দেশের আবহাওয়া ও তোষা পাট বীজের যে সাফল্য সেটা অবশ্যই আমাদের মাটির সাথে খাপ খেয়ে উন্নত জাতের পাট বীজ উৎপাদন হয়। পাট উৎপাদনের পাশাপাশি আপনারা খাদ্যশস্য ও তৈল বীজ উৎপাদনে সকলেই সচেষ্ট হবেন বলেও বক্তারা বলেন।
দিনব্যাপী কর্মশালার উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে ৭৫ জন কৃষকের মধ্য থেকে ৫ জন কৃষককে সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং সকল কৃষককে যাতায়াত ভাতা প্রদান করা হয়।
১২৫ বার পড়া হয়েছে