সর্বশেষ

ভিন্নরকম

বাঘের সঙ্গে লড়াই করে বাবাকে বাঁচালো তিন সন্তান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক

রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪ ১:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
উত্তর প্রদেশের বিজনোর গ্রামের বনবিভাগের স্বেচ্ছাসেবক জওয়ান সুরেন্দ্র বাড়ির পেছনে একটি টিউবওয়েলে গিয়েছিলেন। সঙ্গে ছিলেন তিন সন্তান দিশা (২০), রেশু (১৪) এবং দীপাংশু (১৮)। তারা সেখানে গিয়ে দেখেন, একটি চিতাবাঘ আম গাছের ওপর বসে আছে।

 চিতাবাঘটি যখন ওই স্বেচ্ছাসেবকের ওপর ঝাপিয়ে পড়ে তখন সেখানে থাকা তার তিন সন্তান বাবাকে বাঁচানোর জন্য বাঘটির সঙ্গে আপ্রাণ লড়াই করে তাদের বাবাকে রক্ষা করে। 


শুক্রবার সন্ধ্যায় আমাননগর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান তিনি।


সুরেন্দ্রকে দেখে চিতাবাঘটি তার ওপর ঝাঁপিয়ে পড়ে। গ্রামবাসীদের সুরেন্দ্র জানান, বাঘটি আক্রমণ করলে দিশা দারুণ সাহস দেখায়। সে পেছন থেকে বাঘটির লেজ টেনে ধরে। রেশু এবং দীপাংশুও এতে যুক্ত হন। তারা প্রায় ১০ মিনিট বাঘটির সঙ্গে লড়াই করে!

 

এসময় তাদের আওয়াজ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসে। পরে চিতাবাঘটিকে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলে।

 

জ্ঞান সিং বলেছেন, ঘটনার বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের তথ্য দেয়া হয়েছে এবং চিতাবাঘটির ময়নাতদন্ত করা হয়েছে। মৃত চিতাবাঘটি একটি নারী চিতাবাঘ এবং এর বয়স আনুমানিক তিন বছর। 

 


২৫২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
ভিন্নরকম নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন