ট্রাফিক পুলিশ সদস্যদের জন্য পানীয় ও স্যালাইন নিয়ে গেলেন পুলিশ সুপার
রবিবার, ৫ মে, ২০২৪ ১০:৩৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নোয়াখালীর মাইজদীতে তীব্র দাবদাহে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যদের জন্য বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন ও পানীয় নিয়ে পরিদর্শনে যান পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান।
২৩ এপ্রিল দুপুরে জেলার মাইজদীর বিভিন্ন এলাকায় পুলিশ সদস্যদের পাশাপাশি পথচারী, চালক ও শ্রমজীবী মানুষের মাঝেও পানীয় বিতরণ করা হয়।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বিজয়া সেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহিম, অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) নাজমুল হাসান রাজীবসহ ট্রাফিক পুলিশের সদস্যরা।
তীব্র তাপপ্রবাহে খোলা আকাশের দায়িত্ব পালন করা পুলিশের ট্রাফিক বিভাগের সদস্যদের পাশে থাকার ক্ষুদ্র প্রচষ্টা মন্তব্য করে পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান জানান, রাস্তায় দীর্ঘ সময় রোদে দাঁড়িয়ে থেকে ট্রাফিক সদস্যরা হিট স্ট্রোকসহ পানিশূন্যতা, মাথাব্যথা ও শারীরিক দুর্বলতায় ভুগে থাকেন। তীব্র গরমের যানজট নিরসনে ও মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে নিরলসভাবে কাজ করছেন।
জসিম উদ্দিন নামের ট্রাফিক পুলিশের একজন সদস্য জানান, 'প্রচণ্ড গরমে পুলিশ সুপার স্যার আমাদের খবর নিয়েছেন। ঠান্ডা পানি-শরবত পান করিয়েছেন। আমরা অনেক খুশি।'
এ বিষয়ে জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক সিরাজুদ্দৌলার বলেন, ‘পুলিশ সুপার স্যার যেভাবে আমাদের দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশদের খোঁজখবর নিয়েছেন, এতে কাজের মনোবল বাড়বে।’
১১২ বার পড়া হয়েছে