সর্বশেষ

সাহিত্য

উত্তর

গুলশান চৌধুরী
গুলশান চৌধুরী

রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪ ৯:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
(প্রয়াত কবি সৈয়দ আবদুস সাদিক স্মরণে)

চৈত্রের প্রচন্ড দাবদাহে চারপাশ যখন দগ্ধ তখনই পেলাম তোমার কবিতা-,

যেনো দগ্ধ ধরণীর বুকে নেমে এলো

ঠান্ডা হিমেল মন-প্রাণ সিক্ত করা

কুলফির ঘ্রাণ!

কবির লেখা প্রেমের প্রথম ধারাপাত

আমি পড়লাম বার বার পড়লাম,

যেনো ছোট্ট বেলার মুখস্থ নামতা!

প্রেমের চিঠি, কবিতা লিখতে কি আর

বয়স লাগে?

শুধু লাগে আকাশের মতো উদারতা!

ছিলো না জানাশোনা, ছিলো না পরিচয়,

তাই বলে কি একদমই হয়নি

কোন খুনসূটি?

চলেছে তো অল্প বিস্তর, খুশি আমি।।

হঠাৎ দেখা হওয়া পরিচয়

আলাপ চারিতায়

নৈকট্যে আসা!


তারপর? কবির কবিতা,

আড্ডা দিতে ঠাকুর বাড়িতে

পুকুর ঘাটে বসে লাল টিপের কপাল,

পড়নে শাড়ি

আর গৌড়বর্ণ পিঠের উপর

এলোমেলো খোঁপা,

কবির কবিতার বর্ণনা চমৎকার!


তাইতো বলছি, কবি চুপ কেন ?

এখন ও তো আছে

অনেক কিছুই দেবার।

পেতে চাই অসাধারণ

আরও কিছু মর্মস্পর্শী বাণী,

যা ধ্বনি প্রতি ধ্বনির মতো

হৃদয়ে আন্দোলিত হবে

নীরবে নির্জনে।


সূর্যাস্তের বেলকনিতে দাঁড়িয়ে

আমি ও সমস্ত মুগ্ধতা নিয়ে

তাকিয়ে আছি,

অনাবিল আনন্দে শরতের আকাশ পানে!

১৫৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(1)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সাহিত্য নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন