পটুয়াখালীতে ডায়রিয়ার প্রকোপ বাড়ছেই, কারণ খুঁজছে আইইডিসিআর

রবিবার, ৫ মে, ২০২৪ ৫:১৩ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীতে লাগামহীনভাবে ডায়রিয়ার প্রকোপ বাড়ছে, এক সপ্তাহে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৭৯ জন। গত একমাসে আক্রান্ত প্রায় তিন হাজার মানুষ। এমন পরিস্থিতিতে কারণ অনুসন্ধানে মাঠে নেমেছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।
আইইডিসিআরের ৭ সদস্যের প্রতিনিধিদলে রয়েছেন, মেডিকেল অফিসার (দলনেতা) ডা. মাইনুল হাসান, সহকারী অধ্যাপক (এপিডেমিওলজিস্ট) ডা. মুঈদুর রহমান, মেডিকেল এপিডেমিওলজিস্ট ডা. সাদিয়া সুলতানা, ফরিদপুরের সদরপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুমাইয়া আক্রান্ত সুমা প্রমুখ।
২৩ এপ্রিল থেকে অনুসন্ধান কাজ শুরু করেছে আইইডিসিআর। এর আগে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সংস্থাটির কাছে সহযোগিতা চাওয়া হয়।
এর মধ্যে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তত্ত্বাবধায়ক ডা. দিলরুবা ইয়াসমিন লিজার নেতৃত্ব প্রতিনিধিদল তাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছেন। এরপর জেলা স্বাস্থ্য বিভাগসহ সংশ্লিষ্ট এলাকাগুলোতে অনুসন্ধান করবেন। আগামী তিনদিন জেলায় কাজ করবে প্রতিনিধিদল।
ডা. দিলরুবা ইয়াসমিন লিজা জানান, বর্তমান সময়ে বরিশাল বিভাগের মধ্যে সবচেয়ে বেশি ডায়রিয়া আক্রান্ত রোগী পটুয়াখালীতে। তাই সরকারের পক্ষ থেকে আউটব্রেক ইনভেস্টিগেশন করতে আইইডিসিআর থেকে টিম এসেছে। আমরা প্রতিনিধিদলকে সর্বোচ্চ সহযোগিতা করছি।
ডা. মাইনুল হাসান জানান, ৩ দিন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের তথ্য নেয়া হবে। পরীক্ষা-নিরীক্ষার পর সংশ্লিষ্ট সরকারি দপ্তরে জমা দেয়া হবে কারণ ও ফলাফল।
১২৭ বার পড়া হয়েছে