জাতীয়শারদীয় দুর্গাপূজার দুর্গাপূজার ছুটি বৃহস্পতিবার একদিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে সাপ্তাহিক ছুটি মিলিয়ে চলতি মাসে টানা চার দিনের ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নির্বাহী আদেশে বৃহস্পতিবারও ছুটি
স্টাফ রিপোর্টার
মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪ ৬:৪৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
শারদীয় দুর্গাপূজার দুর্গাপূজার ছুটি বৃহস্পতিবার একদিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে সাপ্তাহিক ছুটি মিলিয়ে চলতি মাসে টানা চার দিনের ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।
মঙ্গলবার ঢাকেশ্বরী মন্দিরে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, দুর্গাপূজার ছুটি এবছর একদিন বাড়ানো হয়েছে। আজই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।
এদিকে, শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে চলতি মাসে টানা চার দিনের ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা। বিজয়া দশমীর সরকারি ছুটি থাকবে আগামী ১৩ অক্টোবর। তার আগে বৃহস্পতিবার, শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। দেশের সব সরকারি ও আধা-সরকারি অফিস এবং স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে এ ছুটি থাকবে।
শারদীয় দুর্গাপূজা
বৃহস্পতিবারও ছুটি
১০৩ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর