সর্বশেষ

জেলার খবর

পাহাড় ধসের শঙ্কা

বাসিন্দাদের নিরাপদ স্থানে যেতে মাইকিং, পানিবন্দি হাজারো মানুষ

মো. আরিফ, বান্দরবান প্রতিনিধি
মো. আরিফ, বান্দরবান প্রতিনিধি

শুক্রবার, ২ আগস্ট, ২০২৪ ১:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
কখনো মুষলধারে কখনো বা গুঁড়িগুঁড়ি বৃষ্টি। টানা ৪ দিন এমন আবহাওয়ায় বান্দরবানের রুমায় দেখা দিয়েছে পাহাড় ধসের শঙ্কা। ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে চলছে মাইকিং। অন্যদিকে বন্যায় সাঙ্গু নদীর তীরবর্তী গ্রামের হাজারো মানুষ পানিবন্দি। এমতাবস্থায় রুমা উপজেলায় খোলা হয়েছে ২৮টি আশ্রয়কেন্দ্র।

বৃহস্পতিবার (১ আগস্ট) দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান বলেন, দুর্যোগকালীন সাধারণ মানুষের জরুরি তথ্য ও সেবা দিতে হেল্প ডেস্ক খোলা হয়েছে। তাছাড়া পাহাড়ের পাদদেশে অবস্থান করা মানুষগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে আসতে বারবার মাইকিং করা হয়েছে।


এদিকে, সাঙ্গু নদীর তীরে তেমন সবজি চাষ না হলেও সংগ্রহ করা হচ্ছে ক্ষয়ক্ষতি তথ্য। রুমা খাল, পাইন্দু খাল ও পলি খালের ধারে চাষিরাও এই বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে এমন খবর মেলেনি, জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ কাজী জুবায়ের জুয়েল।


পাহাড় ধব প্রসঙ্গে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মিজানুর রহমান জানান, ভারি বৃষ্টির কারণে কোথাও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা খোঁজ নেয়া হচ্ছে। 


স্থানীয় বাসিন্দা চথোয়াইপ্রু মারমা জানিয়েছেন, পানিতে সাঙ্গু নদীর তীরে চাষ করা সবজি ক্ষেত তলিয়ে গেছে। আর্থিকভাবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্তের শঙ্কা রয়েছে।


জানা গেছে,টানা বৃষ্টিতে রুমার বেশ কয়েকটি জায়গায় পানিবন্দি হয়ে পড়েছেন অনেক মানুষ, রুমা সদরের সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এর মধ্যে রুমা খালের পাঁচটি পাড়ায় প্রায় ২০০, পলি খালের ৭টি পাড়ায় প্রায় ২৫০, চেমা খালের ১৫টি পাড়ার প্রায় ৭০০, পাইন্দু খালের ৬টি পাড়ার ২০০ জন। 


১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জেলার খবর নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন