সর্বশেষ

জেলার খবর

জাতীয় মৎস্য সপ্তাহ

বান্দরবানে পোনা অবমুক্তকরণ এবং বর্ণাঢ্য র‌্যালি

মো. আরিফ, বান্দরবান প্রতিনিধি
মো. আরিফ, বান্দরবান প্রতিনিধি

বৃহস্পতিবার , ১ আগস্ট, ২০২৪ ৪:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
'ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ' প্রতিপাদ্যে বান্দরবানে পালিত হলো জাতীয় মৎস্য সপ্তাহ। দিবসটি উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি এবং মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির আয়োজন করে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও মৎস্য অধিদপ্তর।

বুধবার (৩১ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।


পরে সদর উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর উশৈসিং এমপি।


দিবসটি উপলক্ষ্যে পার্বত্য জেলা পরিষদ ও জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা পরিষদের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


সভায় বক্তারা মৎস্য সম্পদ উন্নয়নে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং সবাইকে এই খাতে উন্নয়নে একসাথে কাজ করার আহ্বান জানান। সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা। 


আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ, পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, জেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ অভিজিৎ শীল, বান্দরবান সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রহমানসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দফরের কর্মকর্তারা। 


১১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জেলার খবর নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন