তিন দিন ধরে ভূমধ্যসাগরে ভাসছিলেন ৩৫ বাংলাদেশি, ছিলো না খাবার!
রবিবার, ২ জুন, ২০২৪ ১:৩৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
লিবিয়ার বেনগাজী থেকে ইতালির উদ্দেশে নৌকায় রওনা হওয়া ৩৫ বাংলাদেশিকে তিন দিন ধরে না খেয়ে ভাসতে থাকার পর ভূমধ্যসাগরে উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সময় সোমবার (২০ মে) ভোরে মাল্টা ও ইতালির জলসীমায় পৌঁছালে 'ওশান ভাইকিং' নামক একটি চ্যারিটি জাহাজ তাদের উদ্ধার করে।
৩৫ জন বাংলাদেশি লিবিয়ার বেনগাজী থেকে প্রায় ৬০০ কিলোমিটার পাড়ি দিয়ে ইতালির সিসিলি দ্বীপের উদ্দেশে যাত্রা করে।
তিন দিন ধরে নৌকায় আটকা থাকার সময় তাদের খাবার কিছুই ছিল না।
'ওশান ভাইকিং' জাহাজের উদ্ধারকারীরা যখন তাদের নৌকাটি দেখতে পান, তখন তীব্র অন্ধকার ও ঢেউয়ের কারণে নৌকাটি স্পষ্টভাবে দৃশ্যমান ছিল না।
উদ্ধারের পর বাংলাদেশিদের পানি, খাবার ও কম্বল দেওয়া হয়।
'ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেডক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটি' (আইআরএফসি) জানিয়েছে, বাংলাদেশিরা এখন নিরাপদে আছেন এবং তাদের লিবিয়ায় ফেরত পাঠানো হবে না।
উদ্ধারকারী জাহাজটি বর্তমানে ইতালির অ্যাড্রিয়াটিক উপকূলীয় ওরতোনা বন্দরে যাচ্ছে। জাহাজটি ওরতোনায় পৌঁছাতে আরও দুই দিনের বেশি সময় লাগবে।
জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য অনুযায়ী, গত জানুয়ারি থেকে মধ্য ভূমধ্যসাগরে ৬২২ জন অভিবাসনপ্রত্যাশী মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন।
সংস্থাটি নিশ্চিত করেছে যে অভিবাসনপ্রত্যাশীদের জন্য এই রুটটি সবচেয়ে বিপজ্জনক।
১১৯ বার পড়া হয়েছে