সর্বশেষ

পর্যটন

স্বপ্নের গন্তব্য ভারতের ভ্যালি অফ ফ্লাওয়ার্স

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক

শুক্রবার, ৩১ মে, ২০২৪ ১:২২ অপরাহ্ন

শেয়ার করুন:

হাজার রঙের ফুলে ছেয়ে থাকা পাহাড়, মনোরম ট্রেকিং রুট, এবং হিমালয়ের অপূর্ব সৌন্দর্য - এসবের মিলনস্থল উত্তরাখণ্ডের ভ্যালি অফ ফ্লাওয়ার্স। ২০০৫ সাল থেকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে পরিচিত এই উপত্যকা প্রকৃতিপ্রেমীদের কাছে এক স্বপ্নের গন্তব্য।



গোবিন্দঘাট বা পুলনা গ্রাম থেকে শুরু হওয়া এই ট্রেকিং রুট হিমালয়ের মনোরম পরিবেশে আপনাকে নিয়ে যাবে। ট্রেকিং শুরু হবে ১ জুন থেকে এবং অক্টোবরের শেষ বা নভেম্বরের শুরুর সপ্তাহ পর্যন্ত চলবে।



হিমালয় পার্বত্য এলাকায় ট্রেক করা স্বর্গোদ্যানে ভ্রমণের সমান বলে মনে করা হয়। সেই ট্রেক শুরু হবে ১ জুন থেকে। যা চলবে অক্টোবরের শেষ বা নভেম্বরের শুরুর সপ্তাহ পর্যন্ত। এই ভ্যালিতে ৬০০-এর বেশি ফুলের প্রজাতির দেখা মেলে। ভ্যালি অফ ফ্লাওয়ার্স তার নাম অনুযায়ীই ফুলের অফুল্লতায় ভরপুর। এখানে ৬০০ টিরও বেশি ফুলের প্রজাতি দেখা যায়, যার মধ্যে রয়েছে ব্রহ্মকমল, অর্কিড, রডোডেনড্রন, এবং আরও অনেক।


এখানকার নিকটতম বিমানবন্দর হল দেহরাদুন। সেখান থেকে ভাড়ার গাড়ি নিয়ে যেতে পারেন গোবিন্দঘাট। এছাড়া রেলে যেতে চাইলে ঋষিকেশ হল নিকটতম রেল স্টেশন। সেখান থেকে ভাড়ার গাড়ি নিয়ে যেতে পারেন গোবিন্দঘাট।


অবশ্য ট্রেকিং করার জন্য আপনাকে অবশ্যই পারমিট নিতে হবে। পারমিট অনলাইনে বা গোবিন্দঘাট থেকে পাওয়া যায়। গোবিন্দঘাটে বিভিন্ন ধরণের হোটেল এবং লজ রয়েছে। ভ্যালি অফ ফ্লাওয়ার্স ভ্রমণের জন্য সেরা সময় হল জুন থেকে সেপ্টেম্বর। ফুলের স্বর্গ ভ্যালি অফ ফ্লাওয়ার্সে আপনার অসাধারণ অভিজ্ঞতার জন্য অপেক্ষা করছে!

১৫৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
পর্যটন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন