গুগল ম্যাপ দেখে যাত্রা, পানিতে ডুবলো গাড়ি!
রবিবার, ২ জুন, ২০২৪ ১:০২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
অচেনা পথে গাড়ি চালানোর সময় অনেকেই গুগল ম্যাপের সাহায্য নেন। তবে কখনো কখনো এই নির্ভরতা বিপজ্জনক পরিণতি ডেকে আনতে পারে। এরকমই একটি ঘটনা ঘটেছে ভারতের হায়দ্রাবাদে।
শনিবার (২৫ মে) ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে জানা গেছে, গুগল ম্যাপের নির্দেশিকা মেনে চলতে গিয়ে চার পর্যটক গাড়ি নিয়ে পানিতে ডুবে যান। তবে সৌভাগ্যবশত, তারা অক্ষত অবস্থায় বেরিয়ে আসতে সক্ষম হন। যদিও তাদের গাড়ি পানিতে ডুবে গেছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ওই চার পর্যটক শুক্রবার (২৪ মে) রাতে দক্ষিণ কেরালার আলাপ্পুঝায় যাচ্ছিলেন। অতিবৃষ্টির কারণে যে রাস্তা দিয়ে তারা যাচ্ছিলেন সেটি পুরোপুরি ডুবে গিয়েছিল। রাস্তার উপর দিয়ে তীব্র স্রোত বয়ে যাচ্ছিল।
অচেনা এলাকা এবং বৃষ্টির কারণে রাস্তার অবস্থা বুঝতে না পেরে পর্যটকরা গুগল ম্যাপের উপর নির্ভর করে পথ চলতে থাকেন। এর ফলে তারা গভীর পানিতে গিয়ে পড়েন এবং গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।
কাদুথুরুথি থানার এক কর্মকর্তা জানান, টহল পুলিশ ও স্থানীয়দের সহায়তায় পর্যটকদের উদ্ধার করা হয়েছে। তারা আহত হয়নি। তবে তাদের গাড়ি এখনও পানিতে ডুবে আছে এবং উদ্ধারের চেষ্টা চলছে।
গুগল ম্যাপের ভুল নির্দেশিকায় বিপদের মুখে পড়ার এটি প্রথম ঘটনা নয়। গত বছরের অক্টোবরে কেরালাতে একই কারণে দুই তরুণ চিকিৎসক নিহত হয়েছিলেন। বর্ষাকালে এ ধরনের প্রযুক্তি ব্যবহারে সতর্কতা অবলম্বন করার জন্য কেরালা পুলিশ ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে
১১৮ বার পড়া হয়েছে