সর্বশেষ

জাতীয়

কবি সৈয়দ আব্দুস সাদিক আর নেই, বিভিন্ন মহলের শোক

হাবীব চৌহান, কুষ্টিয়া
হাবীব চৌহান, কুষ্টিয়া

শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪ ৭:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
বহু কাব্যগ্রন্থের রচয়িতা বর্ণাঢ্য সাহিত্যজীবনের কবি সৈয়দ আবদুস সাদিক (৮২) আর নেই। ১৯ অক্টোবর শনিবার সন্ধ্যা ৭টার দিকে তিনি ইহলোক ত্যাগ করেছেন।

হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা সিএমএইচ-এ চিকিৎসাধীন ছিলেন তিনি। 


রোববার সকালে ঢাকার আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন তিনি। পারিবারিক সূত্র এ তথ্য নিশ্চিত করছেন। 

সম্প্রতি নিজ বাসভবনে "তবুও বসবাস" বুকে ব্যাথাজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন প্রবীণ এই কবি । তাৎক্ষণিক তাঁকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। 


এক পর্যায়ে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ঢাকা সিএমএইচ-এ ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়। ঢাকা যাওয়ার প্রাক্কালে ১৬ অক্টোবর কবি নিজেই তাঁর ফেইসবুকে বুকে ব্যথাজনিত অসুস্থতার কথা জানান। এরপর ১৬ অক্টোবর গভীর রাতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হন এবং ওই দিনই কুষ্টিয়া থেকে ঢাকা যাচ্ছেন বলে একটি পোষ্ট দিয়ে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

কবি সৈয়দ আব্দুস সাদিকের মুত্যুতে স্বজনদের পাশাপাশি গভীর শোকাহত দেশের বিভিন্ন প্রান্তের কবি-সাহিত্যিক, বিশিষ্ট ব্যক্তিবর্গসহ কুমারখালী- কুষ্টিয়ার কবি-সাহিত্যিক, সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গণের কর্মীরা। 

দেশের জাতীয় কবিতা পরিষদের এক সময়ের কোষাধ্যক্ষ ছিলেন গুণী কবি সৈয়দ আব্দুস সাদিক। তিনি জীবনের অধিকাংশ ঢাকা ও খুলনা শহরে কাটিয়েছেন। ঢাকা-খুলনা ও কুষ্টিয়ার কুমারখালীর মাটিতে সু-দীর্ঘ কালব্যাপী সাহিত্য চর্চা করেছেন। জীবনের অন্তিমদশাকে উপেক্ষা করেও তিনি দিন-রাত সাহিত্য আড্ডায় অংশ নিতেন এবং প্রতিনিয়তই তিনি রচনা করতেন কবিতা। কবি সৈয়দ আব্দুস সাদিক ছিলেন জ্ঞানী, বিচক্ষণ, দুরদর্শীতা সম্পন্ন চরম সচেতন ও প্রতিবাদী মানুষ। 


তিনি সৈয়দ আব্দুস সাদিক ওরফে মুকুল নামেও পরিচিত ছিলেন। বয়োজ্যেষ্ঠরা তাঁকে মুকুল ভাই নামে সম্বোধন করতেন। 


বর্তমানে কবি সৈয়দ আব্দুস সাদিক কুষ্টিয়ার কুমারখালীর দুর্গাপুর (পূর্বপাড়া) গ্রামে স্থায়ীভাবে বসবাস করতেন। কবি তাঁর একটি কাব্যগ্রন্থের নামানুসারে নিজের বাসভবনের নামকরণ করেছিলেন "‘তবুও বসবাস"। অসংখ্য কাব্যগ্রন্থ রয়েছে তাঁর। 


প্রিয় কবি সৈয়দ আব্দুস সাদিকের মৃত্যুতে বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ গভীরভাবে শোক প্রকাশ করেছেন। 


আমার প্রতিবেশী ও অত্যন্ত ঘনিষ্ঠজন ছিলেন কবি সৈয়দ আব্দুস সাদিক। আমি তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। সবাই তাঁকে ক্ষমা করবেন এবং দোয়া করবেন। তিনি যেন জান্নাতবাসী হন।

২৬০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(1)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন