সর্বশেষ

জেলার খবর

আট দফা দাবি

সময় বেঁধে দিয়ে কর্মসূচি প্রত্যাহার ছাত্র আন্দোলনের একাংশের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক

বৃহস্পতিবার , ২৫ জুলাই, ২০২৪ ৭:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশ কর্মসূচি প্রত্যাহার করেছে আর ৮ দফা দাবি মানতে তারা সময় বেঁধে দিয়েছে ৩০ কর্মদিবস। ২৫ জুলাই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলনে সংগঠনের পাঁচ নেতা এ ঘোষণা দেন।

তাদের দাবিগুলো হলো: 

  • কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া নিরাপরাধ শিক্ষার্থীদের মামলা প্রত্যাহার।
  • কারফিউ তুলে নেয়া।
  • ইন্টারনেট সচল করা।
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা।
  • বিশ্ববিদ্যালয় খুলে দেয়া।
  • ক্যাম্পাস থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরিয়ে নেয়া।
  • শহীদ ও ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের ঘটনার সুষ্ঠু বিচারের ব্যবস্থা করা।


সংবাদ সম্মেলনে দাবিগুলো তুলে ধরেন মোকারম হোসেন। উপস্থিত ছিলেন সুজন কুমার ভৌমিক, রেজওয়ান গাজী মহারাজ, তোফায়েল আহমেদ ও মমিনুল হক। 


এদিকে বেঁধে দেওয়া সময়ের মধ্যে আট দফা দাবি মানা না হলে আবার মাঠে নামার হুঁশিয়ারি দিয়ে মোকারম হোসেন বলেন, ‘ধীরে ধীরে সরকার আমাদের দাবিগুলো মেনে নিচ্ছে। অহিংস আন্দোলনকে তৃতীয় কোনো গোষ্ঠী সহিংস আন্দোলনে রূপ দিয়ে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করতে না পারে, সে জন্য আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সব ধরনের কর্মসূচি প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি।'


সুজন কুমার ভৌমিক বলেন, ‘আমরা সাধারণ শিক্ষার্থীরা একাত্মতা পোষণ করে কোটা সংস্কার আন্দোলনে নেমেছিলাম। আশা করছি কোটা সংস্কারের দাবির মতো সরকার বাকি দাবিগুলোও পূরণ করবে। আন্দোলনে অনেকের রক্ত ঝরেছে। আর কোনো মায়ের বুক যাতে খালি না হয়, তাই কর্মসূচি প্রত্যাহার করে নিচ্ছি।’

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
জেলার খবর নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন