৮ বছর বয়সি লুইসা
গিনেস রেকর্ডে বিশ্বের সর্বকনিষ্ঠ ড্রোন ভিডিওগ্রাফার!
রবিবার, ২ জুন, ২০২৪ ১:০৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মাত্র ৮ বছর বয়সী লুইসা রয়্যার ইতিমধ্যেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে তার নাম লিখিয়েছেন বিশ্বের সর্বকনিষ্ঠ ড্রোন ভিডিওগ্রাফার হিসেবে। তৃতীয় শ্রেণির এই ছাত্রী ইতিমধ্যেই ড্রোন উড়িয়ে ইউরোপ, জাপান, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ কোরিয়ার মনোরম দৃশ্যের ভিডিওগ্রাফি করেছেন।
লুইসা যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের বাসিন্দা। ছোটবেলা থেকেই ভ্রমণ ও প্রকৃতির প্রতি তার গভীর অনুরাগ ছিল। এই অনুরাগকে কাজে লাগিয়ে ড্রোন ভিডিওগ্রাফির মাধ্যমে সে বিশ্বকে তুলে ধরতে শুরু করে।
লুইসার ভিডিওগুলোতে বিভিন্ন দেশের মনোরম দৃশ্য, ঐতিহাসিক স্থাপনা এবং প্রাকৃতিক সৌন্দর্য্য ফুটে উঠেছে। তার দক্ষতা ও সৃজনশীলতার প্রশংসা করেছে অনেকেই।
২০২৩ সালে লুইসা এজেডড্রোনফেস্ট ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে '২০২৩ বেস্ট নিউ ড্রোন পাইলট অ্যাওয়ার্ড' জিতে নেন। এই পুরস্কার জয়ের মাধ্যমে সে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে স্থান করে নেন।
লুইসা জানিয়েছেন, বিভিন্ন দেশে ড্রোন উড়ানোর নিয়মকানুন মেনে চলা তার জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। বিমানবন্দর, সরকারি স্থাপনা এড়িয়ে চলতে হতো এবং নিরাপত্তা বিধি মেনে চলতে হতো।
তবুও, লুইসা হাল ছাড়েননি। তার অধ্যবসায় ও দক্ষতার মাধ্যমে সে আজ বিশ্বের সেরা ড্রোন ভিডিওগ্রাফারদের একজন হয়ে উঠেছেন।
লুইসার এই অর্জন তার পরিবার ও বন্ধুদের জন্য অত্যন্ত গর্বের। তারা সকলেই লুইসার সাফল্যের জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন।
লুইসার গল্প আমাদের অনুপ্রাণিত করে যে, বয়স যাই হোক না কেন, স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম করলে অসম্ভব কিছু নেই।
১২৬ বার পড়া হয়েছে