কুষ্টিয়ার খোকসায় মৎস্য সপ্তাহ উদ্বোধন
বুধবার, ৩১ জুলাই, ২০২৪ ৮:৪৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
"ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে খোকসাবাসীর সচেতনতাই মৎস্য সপ্তাহ উদ্বোধনী র্যালী, মাছের পোনা অবমুক্ত ও আলোচনা সভার মধ্যদিয়ে মৎস্য সপ্তাহ- ২০২৪ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
"ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে খোকসাবাসীর সচেতনতাই মৎস্য সপ্তাহ-২০২৪ উদ্বোধনের মধ্যদিয়ে উপজেলা প্রাঙ্গণে র্যালি, মাছের পোনা অবমুক্ত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা মৎস্য অফিস ও উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আল মাছুম মোর্শেদ শান্ত।
এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইশরাদ জাহান পুনম, উপজেলা সহকারী কমিশনার ভূমি রেশমা খাতুন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আননূর যায়েদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তারেক আজিজসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন।
এ সভায় উপজেলায় মৎস্য উৎপাদনে বিভিন্ন অবদান রাখায় তিনজন মৎস্য চাষীকে সম্মাননা ক্রেস প্রদান করা হয়। এর আগে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা উপমুক্ত করণ করা হয়।
১০৫ বার পড়া হয়েছে