জাতীয়
আওয়ামী লীগ সরকারের দোসর হিসেবে কাজ করার অভিযোগ ওঠা বেশ কয়েকজন বিচারপতিকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তাদেরকে এ সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন।
অভিযোগ ওঠা বিচারপতিদের ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার
বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪ ৯:৩০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আওয়ামী লীগ সরকারের দোসর হিসেবে কাজ করার অভিযোগ ওঠা বেশ কয়েকজন বিচারপতিকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তাদেরকে এ সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন।
বুধবার দুপুরে সুপ্রিম কোর্টের একাধিক বিচারপতি সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তবে প্রধান বিচারপতির দপ্তর থেকে এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।
এদিকে আইনজীবীদের একাধিক সূত্র জানিয়েছে, ছুটিতে পাঠানোর সম্ভাব্য ১২ বিচারপতির মধ্যে ৪ জন বিচারপতি আজ সকালে প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন।
এদিকে, আওয়ামী লীগের দুর্নীতিবাজ বিচারকদের পদত্যাগের দাবিতে হাইকোর্ট ঘেরাও করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাজারও শিক্ষার্থী। দুপুর সাড়ে ১২টার দিকে হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থান নেন। তাদের স্লোগান, অবস্থান কর্মসূচিতে উত্তাল পুরো হাইকোর্ট এলাকা।
১৩২ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর