জাতীয়সারাদেশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ চলছে। রোববার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে। আজ সোমবার ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
চলছে কারফিউ, ‘মার্চ টু ঢাকা আজ
স্টাফ রিপোর্টার
সোমবার, ৫ আগস্ট, ২০২৪ ৫:০১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সারাদেশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ চলছে। রোববার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে। আজ সোমবার ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
এ ছাড়া আজ থেকে দেশে তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।
রোববার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয় আলাদাভাবে এই দুটি সিদ্ধান্ত নিয়েছে। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ এক বার্তায় ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা দেন।
দেশব্যাপী উদ্ভুত পরিস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশে কারফিউ বলবৎ থাকবে। এ সিদ্ধান্ত ঢাকাসহ সব বিভাগীয় সদর, সিটি করপোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা ও উপজেলা সদরের জন্য কার্যকর হবে।
১০৭ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর