আজ থেকে স্বাভাবিক সূচিতে চলবে অফিস : জনপ্রশাসন মন্ত্রণালয়
![সাজিয়া আক্তার](https://ei-matro.vercel.app/_next/image?url=%2F_next%2Fstatic%2Fmedia%2Favatar.f3680d3c.webp&w=32&q=75)
মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪ ৯:৪২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আগামীকাল ৩১ জুলাই বুধবার থেকে স্বাভাবিক সময়মতো চলবে সকল অফিসের কার্যক্রম। মঙ্গলবার (৩০ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানা যায়, পূর্বের স্বাভাবিক সময় অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে সরকারি-বেসরকারি সকল অফিসের কার্যক্রম।
কোটা সংস্কার আন্দোলনের কারণে সৃষ্ট পরিস্থিতি নিয়ন্ত্রণে গত ১৯ জুলাই রাতে সারাদেশে কারফিউ জারি করে সরকার। পরে ২১ থেকে ২৩ জুলাই পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পরিস্থিতি অনুযায়ী কার্যসময় পরিবর্তন করে ২৪ ও ২৫ জুলাই সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলে সরকারি-বেসরকারি অফিস। পরে পরিস্থিতি অনুযায়ী গত ২৮, ২৯ ও ৩০ জুলাই সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অফিস কার্যক্রম চালু রাখা হয়। পরে পরিস্থিতি আরো স্বাভাবিক হলে ক্রমে বাড়ে কারফিউ শিথিলের সময়।
বর্তমানে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় পূর্বের নির্ধারিত স্বাভাবিক সময় অনুযায়ী সকল প্রকারের দাপ্তরিক কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নেয় জনপ্রশাসন মন্ত্রণালয়।
১০৭ বার পড়া হয়েছে