সর্বশেষ

জাতীয়

দায়িত্বজ্ঞানহীন আচরণের দায়ে দুই পুলিশ সাময়িক বরখাস্ত

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ৩ আগস্ট, ২০২৪ ৯:২২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের পুলিশের গুলিতে মৃত্যুর ঘটনায় দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে, ঘটনার সময় এই দুই পুলিশ সদস্য অপেশাদারি আচরণ করেছেন এবং তাদের কর্মকাণ্ড সুশৃঙ্খল পুলিশ বাহিনীর চিত্রকে কলঙ্কিত করেছে।

দুজনকে সাময়িক বরখাস্তের তথ্য নিশ্চিত করে রংপুর মহানগর পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান। তিনি বলেন, আবু সাঈদ নিহত হওয়ার ঘটনায় ১৮ জুলাই পুলিশের পক্ষ থেকে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি ১ আগস্টে আংশিক প্রতিবেদন জমা দিয়েছেন। তদন্তে আবু সাঈদের মৃত্যুর ঘটনায় এই দুই পুলিশ সদস্যের ‘অপেশাদারি আচরণ’ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাদের ওই দিনই সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।


তদন্ত কমিটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঘটনার দিন দায়িত্ব পালনের সময় এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায় অপেশাদার আচরণ করেন, যা সুশৃঙ্খল পুলিশ বাহিনীর ‍শৃঙ্খলা পরিপন্থী। তাঁরা কর্তব্যে অবহেলা ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বৈধ আদেশ অমান্য করেছেন। তাদের সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।


এই ঘটনায় দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


আবু সাঈদের মৃত্যুতে সারা দেশে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শিক্ষার্থী সমাজসহ বিভিন্ন মহল এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। তারা দোষীদের বিচারের দাবি জানিয়েছে।


এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকেই মনে করছেন, এই ঘটনায় পুলিশের অত্যধিক বল প্রয়োগের ফলে আবু সাঈদের মৃত্যু হয়েছে। তারা দাবি করছেন, এই ঘটনায় জড়িত সকল দোষীকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন