জেলার খবরটানা বৃষ্টিতে পাহাড় ধসে বান্দরবান-থানচি সড়কে যোগাযোগ বিচ্ছিন্নের পর বর্তমানে স্বাভাবিক হয়েছে যান চলাচল। বুধবার দিবাগত রাতে ভারি বৃষ্টিতে নীলগিরি এলাকায় পাহাড় ধসে সড়ক মাটি চাপা পড়লে বিচ্ছিন্ন হয় যোগাযোগ।
ভারি বৃষ্টিতে পাহাড় ধস, স্বাভাবিক হয়েছে বান্দরবান-থানচি সড়কে যান চলাচল
মো. আরিফ, বান্দরবান প্রতিনিধি
বৃহস্পতিবার , ১ আগস্ট, ২০২৪ ৩:৫৪ অপরাহ্ন
শেয়ার করুন:
টানা বৃষ্টিতে পাহাড় ধসে বান্দরবান-থানচি সড়কে যোগাযোগ বিচ্ছিন্নের পর বর্তমানে স্বাভাবিক হয়েছে যান চলাচল। বুধবার দিবাগত রাতে ভারি বৃষ্টিতে নীলগিরি এলাকায় পাহাড় ধসে সড়ক মাটি চাপা পড়লে বিচ্ছিন্ন হয় যোগাযোগ।
খবর পেয়ে বৃহস্পতিবার সকাল থেকে সড়কের মাটি সরানোর কাজ শুরু করে সেনাবাহিনীর ১৬ ইসিবির একটি দল। পরে বিকেল নাগাদ বান্দরবান-থানচি সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এর আগে, থানচি বাস স্টেশনের লাইনম্যান মংসিংনু মারমা জানান, সকালে যাত্রীবাহী দুটি বাস ছাড়ার পর নীলগিরি পর্যটনকেন্দ্রের কাছাকাছি গেলে চালকেরা সড়কের ওপর পাহাড়ের মাটি ধসে পড়ে থাকতে দেখেন। পরে তারা থানচি উপজেলা প্রশাসনে খবর দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হয়।
সেই সময়, স্থানীয় গণমাধ্যমকে থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মামুন জানিয়েছিলেন, সড়কের ওপর থেকে পাহাড়ের মাটি সরানো কাজ চলছে, দ্রুত সড়ক ব্যবহার উপযোগী হবে।
১১১ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর