কোটা-রাষ্ট্র সংস্কার আন্দোলন
সহিংসতা, মৃত্যু, পতন ও পলায়ন; ঘটনাক্রম (পর্ব-৪)
বৃহস্পতিবার , ৮ আগস্ট, ২০২৪ ১১:৫৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কোটা আন্দোলনের দ্বিতীয় পর্যায়ে ১ থেকে ৫ আগস্ট পর্যন্ত ৫ দিন ছিলো খুবই গুরুত্বপূর্ণ। ৪ আগস্ট পর্যন্ত এই লড়াই চলে যে সরকার ও আন্দোলনকারীদের মধ্যে কে জিতবে? আর ৫ আগস্ট আন্দোলনের কার্যত ফল পান শিক্ষার্থীরা। কার্যত বলার কারণ হলো, পূর্ণরূপে আন্দোলন সফল হতে এখনো বেশ পথ বাকি (প্রতিবদেনটি লেখা পর্যন্ত), রয়েছে অনিশ্চয়তাও।
১ আগস্ট (বৃহস্পতিবার), ২০২৪
গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে ছেড়ে দেওয়া হয়েছে। বেলা দেড়টার একটু পরেই তাঁরা ডিবি কার্যালয় থেকে কালো রঙের একটি গাড়িতে বেরিয়ে আসেন।
রাতে ছাড়া পাওয়া অন্যতম সমন্বয়ক সারজিস আলমের ফেসবুক স্ট্যাটাস। তিনি লিখেছেন, ‘ছয় দিনের ডিবি হেফাজত দিয়ে ছয়জনকে আটকে রাখা যায়, কিন্তু এই বাংলাদেশের পুরো তরুণ প্রজন্মকে কীভাবে আটকে রাখবেন? দুর্নীতি, লুটপাট, অর্থ পাচার, ক্ষমতার অপব্যবহার করে যে ক্ষোভ সৃষ্টি করেছেন প্রতিনিয়ত, সেগুলো কীভাবে নিবৃত্ত করবেন?’
সারজিস যুক্ত করেন, ‘পরিশেষে এটুকু বলতে চাই, এ পথ যেহেতু সত্যের পথ, ন্যায়ের পথ, তাই যেকোনো কিছু মোকাবিলা করতে আমরা বিন্দুমাত্র বিচলিত নই। যত দিন না এ বাংলাদেশ আন্দোলনকারীদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠছে, তত দিন এ লড়াই চলবে।’
জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার
০২ আগস্ট (শুক্রবার), ২০২৪
সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে গ্রেপ্তার ও নিপীড়নের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়গুলোসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন শিক্ষক, শিক্ষার্থী ও শিল্পীরা।
রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও ২১ দেশের কূটনীতিকদের ব্রিফ করেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাঈমুল ইসলাম খান।
এদিন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের উদ্দেশে মির্জা ফখরুল দমন-নিপীড়ন বন্ধ করে ক্ষমা চেয়ে অবিলম্বে পদত্যাগ করুন।
শিক্ষার্থীদের আটক ও হয়রানি করতে নিষেধ করা হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘নাগরিক সমাজের অনেকে তাঁদের নিজস্ব মতামত ব্যক্ত করেছেন। আমরা ব্যক্তিগত মতের প্রতি শ্রদ্ধা জানাই।’
ঢাকা বিশ্ববিদ্যালয় কীভাবে চলবে ৬ ইমেরিটাস অধ্যাপক ও সাবেক ৪ উপাচার্যের সঙ্গে কর্তৃপক্ষের বৈঠক করেন।
রাজধানীর ধানমন্ডির আবাহনী মাঠের সামনে প্রতিরোধী শিল্পীদের সমাবেশ। ব্যতিক্রমী প্রতিবাদ সমাবেশে শহীদের নাম ধরে ডাক, সাড়া দিলেন জনতা। ‘গণহত্যা ও নিপীড়নবিরোধী শিল্পীসমাজ’-এর ব্যানারে বেলা ১১টায় ধানমন্ডির আবাহনী মাঠের সামনে প্রতিরোধী শিল্পীদের সমাবেশের আয়োজন করা হয়।
কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষ, নিহতের ঘটনার মামলায় গ্রেপ্তার ৪১ এইচএসসি পরীক্ষার্থী ঢাকার আদালত থেকে জামিন পান। চট্টগ্রামে জামিন পান ১৬ এইচএসসি পরীক্ষার্থী।
বাংলাদেশে সহিংসতায় অন্তত ৩২ শিশুর মৃত্যু হয়েছে বলে জানায় ইউনিসেফ।
সিলেটে আন্দোলনকারীদের মিছিলে পুলিশ গুলি, কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ হয়। শুক্রবার বিকেল চারটার দিকে আখালিয়া এলাকায় সিলেটে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ, আহত হন কয়েক শ।
০৩ আগস্ট (শনিবার), ২০২৪
শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিল ও রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেন কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ-সহিংসতার ঘটনায় ২৭টি জেলায় ১৫০ জনকে গ্রেপ্তার করা হয়।
বাংলাদেশে গণতন্ত্রের অবনতি ঠেকাতে ব্যবস্থা নিতে ব্লিঙ্কেনকে ২২ মার্কিন আইনপ্রণেতার চিঠি দেন।
রংপুরে আবু সাঈদের মৃত্যুর ঘটনায় এএসআইসহ ২ পুলিশ সাময়িক বরখাস্ত করা হয়।
রোববার সারা দেশে জমায়েত, সোমবার শোকমিছিল করবে আওয়ামী লীগ ঘোষণা দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘একদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া অন্যদিকে আমরা কোনো রকম মুখোমুখি অবস্থানে জড়াতে চাই না, সে কারণে আমরা সংঘাত হতে পারে, এ ধরনের প্রোগ্রাম এড়িয়ে চলেছি।’
আন্দোলনে সর্বাত্মক সহযোগিতা করতে নেতাকর্মীর প্রতি আহ্বান জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ‘সারা দেশে হত্যা, নির্যাতনের প্রতিবাদে’ বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কুমিল্লার শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে স্বেচ্ছাসেবক ও যুবলীগের নেতাকর্মীদের হামলার ঘটনায় সাতজন গুলিবিদ্ধ হয়। হামলায় আহত হয়েছেন অন্তত ৩০ জন।
ঢাকায় সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, রাজধানী ঢাকা ছাড়া নরসিংদী, গাজীপুর ও নারায়ণগঞ্জে সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।
০৪ আগস্ট (রোববার), ২০২৪
সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ছাত্রদের আন্দোলন রাজনৈতিক আন্দোলনে চলে গেছে। জানান, ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর মহানগর ও গাজীপুর জেলা এবং নরসিংদী ও নারায়ণগঞ্জে আজ থেকে সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।
কেন্দ্রীয় শহীদ মিনারে জনতার মহাসম্মিলন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ঢাকার বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থী, শিক্ষক, শিল্পী, কবি-সাহিত্যিকসহ বিভিন্ন অঙ্গনের মানুষ জড়ো হন ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায়। ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড, পোস্টারে বিভিন্ন প্রতিবাদী কথা লিখে আনেন তাঁরা। থেমে থেমে চলে বিক্ষুব্ধ স্লোগান।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অভিনয়শিল্পী, পরিচালক, নাট্যকারের পর এবার একাত্ম ঘোষণা করে মাঠে নামলেন দেশের সংগীতশিল্পীরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শনিবারের বিক্ষোভ কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক অনেক গণমাধ্যম ও সংবাদ সংস্থা বিস্তারিত খবর প্রকাশ করেছে। এতে শিক্ষার্থীদের ঘোষিত সর্বাত্মক অসহযোগ আন্দোলন গুরুত্ব পেয়েছে।
ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশে উপস্থিত হন লাখো মানুষ। রাজধানীর বিভিন্ন এলাকায় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তাঁরা উপস্থিত হন সেখানে।
দায়িত্ব পালনের ক্ষেত্রে অতি প্রয়োজনীয় হলে আইনপ্রয়োগকারী সংস্থা বল প্রয়োগ করতে পারে, জানান হাইকোর্ট। প্রাণঘাতী গুলি ছোড়া বন্ধ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘কথিত আটক’ ছয় সমন্বয়কের মুক্তি নিয়ে করা রিটটি আজ রোববার কয়েক দফা পর্যবেক্ষণসহ খারিজ করে আদেশ দিয়েছেন।
ব্রডব্যান্ড ইন্টারনেট চালু থাকবে জানান আইএসপিএবি সভাপতি। বলেন, ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করার জন্য এখনো কোনো নির্দেশনা আসেনি। আর তাই মোবাইল ইন্টারনেট বন্ধ হলেও ব্রডব্যান্ড ইন্টারনেট চালু থাকবে।
রাজধানীর রাওয়া ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা। সেনাবাহিনীর সাবেক প্রধান ইকবাল করিম ভূঁইয়া সামরিক বাহিনীকে ছাউনিতে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানান। ইকবাল করিম ভূঁইয়া বলেন, দেশের নীতিনির্ধারকেরা যদি বিবেক, বুদ্ধি ও হৃদয়হীন হয়ে না পড়তেন, তাহলে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড়, করুণ, মর্মান্তিক এই হত্যাকাণ্ডের ঘটনাগুলো ঘটতো না।
পরবর্তীতে সন্ধ্যা ৬টা অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়। তিন দিনের সাধারণ ছুটির পাশাপাশি বন্ধ ঘোষণা করা সব আদালতের বিচারিক কার্যক্রম। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই নির্দেশনা দেওয়া হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
কাল থেকে টানা তিন দিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার জানায়, আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক ও শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন।
বন্ধ ঘোষণা করা হয় সরকারি অফিস-দফতর।
এ দিন সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনে এখন পর্যন্ত প্রায় ১০০ জন নিহতের খবর পাওয়া গেছে। তাদের মধ্যে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় ১৩ জনসহ ১৪ জনই পুলিশ সদস্য।
০৫ আগস্ট (সোমবার), ২০২৪
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি করে এই দিন। সমন্বয়ক আসিফ মাহমুদ বলেন, ‘পরিস্থিতি পর্যালোচনায় এক জরুরি সিদ্ধান্তে আমাদের “মার্চ টু ঢাকা” কর্মসূচি মঙ্গলবার থেকে পরিবর্তন করে সোমবার (আজ) করা হলো।’
এদিকে, আজ থেকে তিন দিন ছুটি, দেশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথকভাবে এই দুটি সিদ্ধান্ত নেয়।
আজ সোমবার কিছু সময়ের জন্য বন্ধ থাকে ইন্টারনেট সেবা।
পরে, জাতির উদ্দেশে ভাষণে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানান, প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, এবং ভারতে চলে গেছেন। গঠন করা হবে অন্তর্বর্তী সরকার।
তিনি জানান, রাষ্ট্রপতির সঙ্গে আলাপ-আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে বলে।
১৯৩ বার পড়া হয়েছে