হত্যা- ধ্বংসযজ্ঞ করতে ছাত্ররা আন্দোলন করেনি
শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪ ৪:৪৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দেশে হত্যা-ধ্বংসযজ্ঞের জন্য ছাত্র-ছাত্রীরা আন্দোলন করেনি বলে উল্লেখ করেছেন, বান্দরবানে বৈষম্য বিরোধী ছাত্ররা।
বান্দরবান প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকাল ৪টার দিকে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।বক্তারা বলেন, ফ্যাসিবাদ ও কোটার নামে ছাত্র-ছাত্রীরা যে বৈষম্যের শিকার হয়েছেন সেটি থেকে মুক্তি পেতে ছাত্র-ছাত্রীরা আন্দোলন করেছিলেন। কোনো ধরনের হত্যা-ধ্বংসযজ্ঞের উদ্দেশ্যে ছাত্র-ছাত্রীরা আন্দোলন করেনি। যারা দেশের বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে বান্দরবানসহ সারাদেশে হামলা লুটপাট ও ভাঙচুর করছে তাদের প্রতিহত করুনযারা দেশের বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে বান্দরবানসহ সারা দেশে হামলা,হত্যা, লুটপাট,ডাকাতি, ভাঙচুর, অগ্নিসংযোগ করছে তাদের প্রতিহত করুন এবং গণতান্ত্রিক রুপান্তরের জন্য আওয়াজ তুলুন।উসিং মে মারমার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন এডিসন চাকমা, আ্যাডভোকেট মোরশেদুল ইসলাম, আ্যাডভোকেট উবাথোয়াই মারমা, লেলুং খুমী, হিরো খেয়াং, বিটন তঞ্চঙ্গ্যা, উখিং চাক, পুপু সিং, নিবাই খুমী ও রিপন চক্রবর্তী প্রমুখ।
১১০ বার পড়া হয়েছে