সাহিত্য
(শ্রদ্ধেয় কবি সৈয়দ আব্দুস সাদিক স্মরণে)
সৈয়দ আবদুস সাদিক

আশফাকুর রহমান
বৃহস্পতিবার , ৩১ অক্টোবর, ২০২৪ ১০:১৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
(শ্রদ্ধেয় কবি সৈয়দ আব্দুস সাদিক স্মরণে)
আজও মনে হয়, কবি আবদুস সাদিক
যেন জীবনের বাঁকে বাঁকে মিশে আছে,
আবার কখনো মনে হয়
সে যেন অলৌকিক ভোরে
ঘুমায় মহা জীবনের পরে,
আবার কখনো মনে হয়
আলোছায়াময় কোন নিজস্ব
উঠোনে হেঁটে যাই সে দীর্ঘম্বাস নিয়ে,
আবার কখনো মনে হয়, সে আমাদের কোন
একাকী গৃহকোণে রেখে,
চলে গেছে সীমান্তের ঐ ধূসর মেলায়,
তাই কষ্ট জেগে রয় আমাদের প্রাণে।
১৬৭ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর