সর্বশেষ

ভিন্নরকম

নিজের রেকর্ড ভাঙলেন নিজেই

নাক দিয়ে টাইপ করে গিনেস রেকর্ড বিনোদ কুমারের

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ২ জুন, ২০২৪ ১০:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
হাত বা পা ব্যবহার না করে, মাত্র নাক দিয়েই কিবোর্ডে টাইপ করে নতুন রেকর্ড গড়েছেন ভারতের বিনোদ কুমার চৌধুরী। ইংরেজি বর্ণমালা ২৫ দশমিক ৬৬ সেকেন্ডে টাইপ করে তিনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখালেন।

এর আগে ২০২৩ সালে প্রথমবার নাক দিয়ে টাইপ করে রেকর্ড গড়েন বিনোদ। তখন তিনি ২৭ দশমিক ৮ সেকেন্ডে এই কাজটি সম্পন্ন করেন। পরের বছর আরও দ্রুত টাইপ করে নিজের রেকর্ড ভেঙে ফেলেন। ২৬ দশমিক ৭৩ সেকেন্ডে ২৬টি বর্ণ টাইপ করে তিনি নতুন রেকর্ড গড়েন।


এই রেকর্ড গড়ার জন্য গিনেস রেকর্ডসের নিয়ম অনুযায়ী, ইংরেজি বর্ণমালার ২৬টি বর্ণ একটি স্ট্যান্ডার্ড কোয়ার্টি কিবোর্ডে প্রতিটি বর্ণের মাঝখানে একটি স্পেস দিয়ে টাইপ করতে হয়েছিল।


বর্তমানে এক হাত দিয়ে এবং পেছনে হাত দিয়ে দ্রুততম সময়ে টাইপ করার রেকর্ডও বিনোদ চৌধুরীর দখলে রয়েছে।


পেশাগতভাবে টাইপিস্ট হওয়ায় বিনোদ বলেন, "আমি আমার পেশা ও আবেগকে একসাথে রাখতে চেয়েছিলাম, তাই টাইপিংয়ে রেকর্ড গড়ার কথা ভেবেছিলাম।"

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
ভিন্নরকম নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন