সর্বশেষ

ক্রিকেট

টি-টোয়েন্টি ক্যারিয়ারকে বিদায় জানালেন মাহমুদউল্লাহ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪ ৩:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
১২ অক্টোবর ভারতের বিপক্ষে চলমান সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলে এই ফরম্যাট থেকে অবসর নেবেন মাহমুদউল্লাহ রিয়াদ।

 মঙ্গলবার সংবাদ সম্মেলনে এসে রিয়াদ নিজেই সেটা নিশ্চিত করলেন। কার এর মধ্য দিয়ে শেষ হলো রিয়াদের বৈচিত্র্যপূর্ণ টি-টোয়েন্টি ক্যারিয়ার।  


 মাহমুদউল্লাহর টি-টোয়েন্টি ক্যারিয়ারটা অনেক দিক দিয়েই বৈচিত্র্যপূর্ণ। লম্বা সফরে সাফল্য যেমন পেয়েছেন, তেমনি ব্যর্থও হয়েছেন বাজেভাবে। ক্যারিয়ারের এক পর্যায়ে যার বড় শট খেলার দক্ষতা প্রশংসিত হয়েছে, তারই আবার স্ট্রাইক রেট সমালোচিত হয়েছে। অধিনায়ক হিসেবেও দলের দায়িত্ব পালন করেছেন। সেখানেও প্রশংসার পাশাপাশি সমালোচনা সঙ্গী হয়েছে।  

 

মাহমুদউল্লাহ বলেন, ‘আলহামদুলিল্লাহ, কোনো আক্ষেপ নেই। বাংলাদেশের হয়ে খেলার একটি মুহূর্তও আক্ষেপ করি না। এক ফোটাও আক্ষেপ নেই। বাংলাদেশের হয়ে এত বছর খেলেছি, ব্যক্তিগতভাবে যা আমার জন্য খুবই ভালো ছিল। আমি ২০০৭ সাল থেকে টি-টোয়েন্টি যতটুকু খেলেছি, জানি না কতটা পেরেছি, তবে আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি।’

 

টি-টোয়েন্টি থেকে মাহমুদউল্লাহর অবসরের মাধ্যমে এই ফরম্যাটের পঞ্চপাণ্ডব অধ্যায় শেষ হয়েছে। বাংলাদেশ ক্রিকেটের এই পাঁচ কিংবদন্তি ক্রিকেটার একই সময়ে খেলেও কোনো ট্রফি আনতে পারেননি। এ প্রসঙ্গে মাহমুদউল্লাহ বলেন, ‘ট্রফি নেই, এটা অবশ্যই খারাপ লাগার মতো। তবে আমি এ কথাটা মানতে রাজি নই যে আমাদের কোনো অর্জন নেই। যদি ট্রফি জেতাই মানদণ্ড হয়, তাহলে অনেককেই আমরা লিজেন্ড বলতাম না। ২০০৭ সালে যখন আমি এই ড্রেসিংরুমে এসেছিলাম, সেই তুলনায় এখন অনেক পার্থক্য। শুধু পাঁচ পাণ্ডব নয়, এটা সবার অর্জন। আমি তারতম্য করতে পছন্দ করি না।’

 

১৭২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
ক্রিকেট নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন