বিপদে পড়লে যেভাবে আল্লাহর সাহায্য কামনা করবেন
শুক্রবার, ৩১ মে, ২০২৪ ৩:১৩ অপরাহ্ন
শেয়ার করুন:
বিপদ বা সমস্যা কখনো বলে আসে না। যে কোনো সময়ে মানুষ বিপদে পড়তে পারে। এ সময় অনেকেই ভেঙে পড়েন। কী করবে কিছু বুঝতে পারেন না। ধৈর্য হারিয়ে দিশাহারা হয়ে পড়েন। বিপদে আবার কারও কারও জ্ঞান-বুদ্ধি লোপ পায়।
তবে মনে রাখবেন, এমন অবস্থা থেকে রেহাই পেতে সাহায্য কামনা করুন আল্লাহর কাছে। তিনি নিশ্চয়ই সমস্যামুক্ত করে দেন। বিপদ থেকে মুক্তি দান করেন।
পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে:
"তোমরা নামাজ ও সবরের (ধৈর্য) মাধ্যমে আমার (আল্লাহর) সাহায্য কামনা করো।" (সুরা বাকারা, আয়াত : ১৫৩)
আল্লাহর কাছে সাহায্য চাওয়ার দোয়া:
১) লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ
উচ্চারণ: লা-হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
অর্থ: আল্লাহর সহযোগিতা ছাড়া কারও (ভালো কর্মের দিকে) এগিয়ে যাওয়া এবং (খারাপ কর্ম থেকে) ফিরে আসার সামর্থ্য নেই।
২) হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল, আলাল্লাহি তাওয়াক্কালনা
উচ্চারণ: হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল, আলাল্লাহি তাওয়াক্কালনা।
অর্থ: মহান আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, তিনি কতই না উত্তম কর্মবিধানকারী। আমরা আল্লাহর ওপর ভরসা করলাম।
এই দুটি দোয়া বিপদে পড়লে মুখস্থ রাখুন এবং আন্তরিকতার সাথে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন।
দোয়া করতে গেলে অবশ্যই মনে রাখবেন আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। তিনি আপনার প্রার্থনা শুনতে পাবেন এবং আপনাকে সাহায্য করবেন। ধৈর্য ধরুন। আল্লাহ যখনই ইচ্ছা তখনই আপনার সমস্যা সমাধান করবেন। হতাশ হবেন না। আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখুন। আশা করি এই দুটি দোয়া আপনাদের বিপদে সাহায্য করবে।
১৩৯ বার পড়া হয়েছে