জুমার দিনে সুরা কাহাফ তেলাওয়াতের ফজিলত
শুক্রবার, ৩১ মে, ২০২৪ ৩:৩৫ অপরাহ্ন
শেয়ার করুন:
ইসলামের দৃষ্টিতে জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ দিনকে সপ্তাহের সেরা দিন হিসেবে ঘোষণা করা হয়েছে। জুমার দিন মুসলিম উম্মাহর জন্য ফজিলতপূর্ণ অনেক আমল রয়েছে। এর মধ্যে একটি হলো সুরা কাহাফ তেলাওয়াত করা।
সুরা কাহাফের ফজিলত:
জুমার নূর: যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ পড়বে, তার ঈমানের নূর জুমার হতে আগামী জুমাহ পর্যন্ত চমকাতে থাকবে। (মিশকাত ২১৭৫)
দাজ্জাল থেকে নিরাপত্তা: যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম দশ আয়াত মুখস্থ করবে তাকে দাজ্জালের অনিষ্ট হতে নিরাপদ রাখা হবে। (মুসলিম) (মিশকাত)
নূরের আলো: যে ব্যক্তি সুরা কাহাফ পাঠ করবে, কিয়ামতের দিন তার জন্য এমন একটি নূর হবে যা তার অবস্থানের জায়গা থেকে মক্কা পর্যন্ত আলোকিত করে দেবে। (সিলসিলায়ে সহীহা -২৬৫১)
জুমার রাতের নূর: যে ব্যক্তি জুমার রাত্রিতে সুরা কাহাফ পাঠ করবে, তার জন্য স্বীয় অবস্থানের জায়গা হতে পবিত্র মক্কা পর্যন্ত একটি নূর হবে। (সহীহ তারগীব ওয়াত্ তারহীব - ৭৩৬)
গুনাহ মাফ: জুমার দিনে সূরা কাহফ পাঠ করিলে কিয়ামত দিবসে তার পায়ের নীচ থেকে আকাশের মেঘমালা পর্যন্ত নূর আলোকিত হবে এবং দুই জুমার মধ্যবর্তী গুনাহ মাফ হবে। (আত তারগীব ওয়াল তারহীব- ১/২৯৮)
১৭৬ বার পড়া হয়েছে