সর্বশেষ

প্রযুক্তি

পোর্শের নতুন সুপারকার: ঘণ্টায় ৩১২ কিলোমিটার বেগে ছুটবে!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক

বৃহস্পতিবার , ৩০ মে, ২০২৪ ১:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
অন্যতম বিলাসবহুল গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান পোর্শে তাদের নতুন সুপারকার পোর্শে ৯১১ জিটিএস হাইব্রিড বাজারে আনছে। এই গাড়ির সর্বোচ্চ গতি ঘণ্টায় ৩১২ কিলোমিটার, যা এটিকে বর্তমানে বাজারে থাকা সবচেয়ে দ্রুততম হাইব্রিড গাড়িগুলির মধ্যে একটি করে তোলে।

সংস্থার নতুন গাড়িতে দেওয়া হয়েছে ৩ লিটার টুইন টার্বো বক্সার ইঞ্জিন, যা সর্বোচ্চ ৩৯৪ হর্সপাওয়ার এবং ৪৫০ এনএম টর্ক তৈরি করতে পারে। গাড়িতে রয়েছে হালকা ওজনের হাইব্রিড টেক। বক্সার ইঞ্জিনের পাশাপাশি টার্বোচার্জার দিয়েছে সংস্থা। গাড়িতে যে ইঞ্জিন ও ব্যাটারি প্যাক রয়েছে তার সম্মিলিত শক্তি ৫৪১ হর্সপাওয়ার এবং ৬১০ এনএম টর্ক।


পোর্শে ৯১১ জিটিএস হাইব্রিড গাড়ির সর্বোচ্চ গতি ঘণ্টায় ৩১২ কিলোমিটার। ০ থেকে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা স্পর্শ করতে সময় নেয় ৩.২ সেকেন্ড। কোম্পানির দাবি, এর আগের মডেলের থেকে ৮.৭ সেকেন্ড গতি বেশি এই গাড়ির। এতে আরও থাকছে এলইডি ম্যাট্রিক্স হেডলাইট এবং ফ্রন্ট অ্যাডভান্স ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট সিস্টেম।

২৪০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
প্রযুক্তি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন