সাহিত্য
(সাদিক ভাইয়ের চরণে শ্রদ্ধাঞ্জলি)
অনেক কথা বলার ছিলো

তৃষা চামেলি
সোমবার, ৪ নভেম্বর, ২০২৪ ১১:৩৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
(সাদিক ভাইয়ের চরণে শ্রদ্ধাঞ্জলি)
সবই তো নিলামে উঠে গেছে
কুমারখালী, ক্ষয়, টুকি, ছায়া, কলাকুদু
এসো কাঁচকলা খাই
দৃষ্টিগ্ৰাহ্যহীন, মোহ ও মন্থনের চাহিদাপত্র
রাত বারোটা, অনঙ্গ পূর্ণিমা
বিষকন্যা, শব্দ আসে না
রোদ আর মেঘের ছায়ায়
পাখি, শিয়ালকাঁটা বনের ভেতর
নোনাজল উৎসব, রতি পূর্ণিমা
কাব্য ঘরণী মাধবী'র প্রণয় আঁচড়
চিঠি,
অসভ্য মানুষ ভালবাসা বোঝে না
না গৃহে, না সমাজে
তবু তুমি শ্রমণ, আমি ভিক্ষু
বাসবদত্তা, দ্রাবিড় রমণী -
চলো, পূর্ণিমা উৎসব করি
১৫৬ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর