ছাত্র আন্দোলনে সহিংসতার ঘটনায় চট্টগ্রামে ৮ শতাধিক গ্রেফতার
শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪ ১২:৩৮ অপরাহ্ন
শেয়ার করুন:
কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় চট্টগ্রামে ২৯ মামলায় গত ১০ দিনে ৮৪০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে অধিকাংশই বিএনপির নেতাকর্মী।
বৃহস্পতিবার (২৫ জুলাই) রাতে আরও গ্রেফতার হন ৬৮ জন। এর মধ্যে জেলায় ২৭ এবং নগরে ৪১ জন।
এদিকে শুক্রবার (২৬ জুলাই) চট্টগ্রামে নতুন আরেকটি মামলা হয়েছে। ৩১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় ৪০ জনকে আসামি করে মামলাটি করে নগরের ডবলমুরিং থানায় পুলিশ। নাম উল্লেখ করা আসামিদের মধ্যে বেশির ভাগ বিএনপি–জামায়াতের নেতা–কর্মী। এই নিয়ে নগরে মামলার সংখ্যা দাঁড়ালো ১৮।
নগর পুলিশের সহকারী কমিশনার (ডবলমুরিং অঞ্চল) সব্যসাচী মজমুদার বলেন, গত বুধবার রাতে নগরের ডবলমুরিং থানার দেওয়ানহাট-কদমতলী ডিটি রোড এলাকায় নাশকতার উদ্দেশ্যে বিএনপি–জামায়াতের লোকজন জড়ো হয়েছে খবর পেয়ে পুলিশ সেখানে যায়। পরে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। পরে এই ঘটনায় থানায় মামলা হয়।
উল্লেখ্য, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে যুবলীগ-ছাত্রলীগের সংঘর্ষে ১৬ জুলাই বিকেলে চট্টগ্রাম নগরের মুরাদপুরে তিনজন নিহত হন। তারা হলেন মো. ফারুক (৩২), ফয়সাল আহমেদ (২০) ও মো. ওয়াসিম (২২)। ওয়াসিম ছুরিকাঘাতে বাকি দুজন গুলিতে মারা যান।
ওয়াসিম চট্টগ্রাম কলেজের ছাত্র, কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও ফয়সাল আহমেদ নগরের ওমর গণি এমইএস কলেজের শিক্ষার্থী এবং ফারুক আসবাবের দোকানের কর্মচারী।
১১১ বার পড়া হয়েছে