সংযুক্ত আরব আমিরাত
বিক্ষোভ করায় ৫৭ প্রবাসীকে বিভিন্ন মেয়াদে সাজা; ‘বিব্রত’ সরকার
রবিবার, ৪ আগস্ট, ২০২৪ ৬:০৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবি পূরণ হলেও ভিন্ন দাবি দেশজুড়ে চলছে আন্দোলন। আর এই আন্দোলনে সংহতি প্রবাসী বাংলাদেশিরা। বিভিন্ন দেশে থাকা প্রবাসীরা এই ইস্যুতে করছেন বিক্ষোভ। সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করলে ৫৭ প্রাবসীকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন দেশটির আদালত।
সাজাপ্রাপ্তদের মধ্যে তিনজনের যাবজ্জীবন, ৫৩ জনের ১০ বছর এবং বাকি একজনে ১১ বছরের কারাদণ্ড দেয়া হয় হয়েছে।
দেশটির আইন অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের পূর্ব অনুমতি ছাড়া কোনো ধরনের সভা-সমাবেশ বা স্লোগান দেয়া নিষিদ্ধ। জনগণের মধ্যে অস্থিরতা, আতঙ্ক বা বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এমন কোনো কাজ করা, গুজব বা অপপ্রচার চালানো কিংবা এ ধরনের কোনো বক্তব্য, ছবি বা ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা এদেশে সম্পূর্ণ নিষিদ্ধ।
শুধু আরব আমিরাত নয় বিক্ষোভ করেছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরবসহ বেশ কিছু দেশেও বিক্ষোভ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। সৌদিতে বিক্ষোভের কারণে কয়েকজনকে গ্রেফতারের খবর পাওয়া গেছে।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত সাংবাদিকদের বলেন, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কোটা আন্দোলনের সঙ্গে সংহতি দেখাতে গিয়ে সেই দেশগুলোতে অনেকেই আইনের আওতায় এসেছেন এবং সাজাপ্রাপ্ত হয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকার তাদের ব্যাপারে খুবই উদ্বিগ্ন।
এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, প্রাবসীরা যে দেশে আছেন ওই দেশের নিয়ম ভেঙে বিক্ষোভের ফলে আটক ও শাস্তির বিষয়টি নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে সরকার। বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শ্রমিক ভিসা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। তবে সরকারের তরফ থেকে এটি সমাধানে চেষ্টা অব্যাহত রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব সাব্বির আহমেদ চৌধুরী জানান, মধ্যপ্রাচ্যে এসব ক্ষেত্রে আইন-কানুন খুবই কঠিন। সৌদি ও আরব আমিরাতে এ ধরনের আন্দোলন করা যায় না। তারা এটি জেনে করেছে নাকি না জেনে সেটি একটি বিষয়। তবে এটি অবশ্যই বিব্রতকর।
১০৭ বার পড়া হয়েছে