সর্বশেষ

সাহিত্য

কবি সৈয়দ আবদুস সাদিক স্মরণে

রহমান হাফিজ
রহমান হাফিজ

শনিবার, ২ নভেম্বর, ২০২৪ ৯:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
(শ্রদ্ধেয় কবি সৈয়দ আব্দুস সাদিক স্মরণে)

টিক টিক টিক টিক

সেকেন্ডের কাটা ঘুরে চলে অবিরাম

প্রতিটি সেকেন্ড তলিয়ে যাচ্ছে

মহাকালের গর্ভে।

আয়ুষ্কাল থেকে বিয়োজন হচ্ছে

প্রতিটা মুল্যবান মুহূর্ত।

ঘুণপোকা সময়কে কেটে চলে অবিরত।

মৃত্যুর খিড়কী পেরিয়ে

সকল জীব সত্তাই

হারিয়ে যায় অজঅনায়

আমরাও ছেড়ে যাব এ পৃথিবী

সে ইঙ্গিত দিয়ে গেলেন

আগে চলে গেলেন যিনি।

কবি সৈয়দ আবদুস সাদিক

বিদায় নিয়েছেন

এ ধরাধাম থেকে।

তবে তিনি হারিয়ে যান নাই

সুখ দুঃখ হাসি কান্না

সব দ্রোহের বাহন কবিতা।

তিনি তা রেখে গেছেন

আমাদের মাঝে।

কে বলেছে

আজকের এ আসরে তিনি নেই


তিনি আছেন সকলের অন্তরে।

সৃষ্টি শীল মানুষ হারিয়ে যায় না

বেঁচে থাকে মানুষের মনে।

তার সব সৃষ্টি কর্ম দিয়ে।

১৬৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(1)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সাহিত্য নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন