সর্বশেষ

জাতীয়

‘টেলিযোগাযোগ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ খসড়া প্রকাশ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ৬ নভেম্বর, ২০২৫ ৬:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ডাক ও টেলিযোগাযোগ বিভাগ বুধবার প্রকাশ করেছে ‘বাংলাদেশ টেলিযোগাযোগ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ এর খসড়া। সাধারণ নাগরিক ও অংশীজনদের মতামত গ্রহণের জন্য খসড়াটি বিভাগের ওয়েবসাইটে উন্মুক্ত রাখা হয়েছে।

খসড়ার ধারা ৬৬ক অনুযায়ী, টেলিযোগাযোগ যন্ত্রপাতি বা বেতার যন্ত্রপাতি ব্যবহার করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি দেশের অখণ্ডতা, নিরাপত্তা বা প্রতিরক্ষা ক্ষুণ্ণ করে, ধর্মীয় বা সাম্প্রদায়িক ঘৃণামূলক বা জাতিগত বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করে যা সহিংসতা, বিশৃঙ্খলা বা অপরাধের নির্দেশনা দেয়, অথবা দেশের সার্বভৌমত্ব ও অর্থনীতিতে ক্ষতি করে- তাহলে সংশ্লিষ্ট ব্যক্তি অনধিক ৫ বছর কারাদণ্ড বা অনধিক ৯৯ কোটি টাকা অর্থদণ্ড, অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

একই ধারার মধ্যে উল্লেখ করা হয়েছে, যদি কোনো টেলিযোগাযোগ সেবা প্রদানকারী এই ধরনের অপরাধ মোকাবেলায় কমিশনের নির্দেশ না মেনে চলে, তাও অপরাধ হিসেবে গণ্য হবে এবং তাদেরও একই ধরনের শাস্তির আওতায় আনা হবে।

ধারা ৬৯ক অনুযায়ী, টেলিযোগাযোগ বা বেতার যন্ত্রপাতি ব্যবহার করে অশ্লীল, হুমকিমূলক বা ভীতি প্রদর্শনমূলক বার্তা প্রেরণ বা প্রেরণের প্রস্তাব দেওয়ার ঘটনাও দণ্ডনীয়। এই ক্ষেত্রে শাস্তি অনধিক ৫ বছর কারাদণ্ড বা অনধিক ৫ লক্ষ টাকা অর্থদণ্ড, এবং অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড।

ধারা ৭০ অনুযায়ী, যুক্তিসংগত কারণ ছাড়া বারবার টেলিফোন করে অন্যকে বিরক্ত করা দণ্ডনীয় অপরাধ হবে। এর জন্য অনধিক ১ লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে অনধিক ৬ মাসের কারাদণ্ড ধার্য করা হয়েছে।

খসড়ার ওপর মতামত পাঠানোর শেষ দিন ১৫ নভেম্বর। মতামত ই-মেইল করতে হবে secretary@ptd.gov.bd ঠিকানায় অথবা ডাকযোগে সচিব, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, বাংলাদেশ সচিবালয়, ঢাকা-তে।

১৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন