সর্বশেষ

আন্তর্জাতিক

টাইফুন কালমায়েগির তাণ্ডব: ফিলিপিন্সে নিহত ৬৬, লাখো মানুষ বাস্তুচ্যুত

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বুধবার, ৫ নভেম্বর, ২০২৫ ৫:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফিলিপিন্সের মধ্যাঞ্চলে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে টাইফুন কালমায়েগি, স্থানীয়ভাবে ‘টিনো’ নামে পরিচিত এই ঝড়ে এখন পর্যন্ত অন্তত ৬৬ জনের মৃত্যু হয়েছে এবং লাখাধিক মানুষ ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হয়েছেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির বিশাল অংশ প্লাবিত হয়েছে, বিশেষত সেবু দ্বীপে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে - সেখানে ৪৯ জনের প্রাণহানি ও ২৬ জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। ভিডিও ফুটেজে দেখা গেছে, স্রোতের তোড়ে গাড়ি ও কনটেইনার ভেসে যাচ্ছে, মানুষ আশ্রয় নিচ্ছে ভবনের ছাদে।

এদিকে ত্রাণ কার্যক্রমে যুক্ত ফিলিপিন্স বিমানবাহিনীর একটি উড়োজাহাজ আগুসান দেল সুর এলাকায় বিধ্বস্ত হয়, এতে ৬ জন ক্রু নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এই দুর্ঘটনাটি সরকারি নিহতের তালিকায় অন্তর্ভুক্ত হয়নি।

সেবু প্রদেশের গভর্নর পামেলা বারিকুয়াত্রো জানিয়েছেন, আমরা ভেবেছিলাম প্রবল বাতাসই হবে বড় হুমকি, কিন্তু ভয়াবহ বন্যার পানিই মানুষকে সবচেয়ে বিপদে ফেলেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন জরুরি অবস্থা ঘোষণা করেছে।

ঝড়ে অধিকাংশ মানুষ ডুবে মারা গেছেন, পাহাড়ি ঢল ও কাদামাটির স্রোতে বহু বাড়িঘর ও সড়ক তলিয়ে গেছে। উদ্ধারকর্মীরা নৌকা ব্যবহার করে আটকে পড়া মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন।

সেবু সিটির বাসিন্দা ডন ডেল রোসারিও (২৮) বলেন, জন্মের পর থেকে এখানে আছি, কিন্তু এমন ভয়াবহ দৃশ্য কখনও দেখিনি।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, টাইফুনটি স্থলভাগে দুর্বল হলেও এখনো ঘণ্টায় ১৩০ কিলোমিটার বেগে বাতাস বইছে। এটি ভিসায়েস অঞ্চল অতিক্রম করে বুধবারের মধ্যে দক্ষিণ চীন সাগরে প্রবেশ করবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

সিভিল ডিফেন্স দপ্তরের তথ্য অনুযায়ী, ঝড়ের পথ থেকে প্রায় চার লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

প্রতি বছর গড়ে ২০টির বেশি টাইফুন আঘাত হানে ফিলিপিন্সে। গত মাসে আঘাত হানা সুপার টাইফুন রাগাসা ও টাইফুন বুয়ালয় মিলিয়ে ডজনখানেক মানুষের প্রাণহানি ঘটেছিল।
এর আগেও দেশটি অতিরিক্ত বৃষ্টিপাত ও বন্যায় ব্যাপক ক্ষতির মুখে পড়ে, যেখানে দুর্বল বন্যা-নিয়ন্ত্রণ ব্যবস্থা ও দুর্নীতির অভিযোগে জনরোষ সৃষ্টি হয়।

বর্তমানে টাইফুন কালমায়েগি ভিয়েতনামের দিকে অগ্রসর হচ্ছে, যেখানে ইতোমধ্যে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া দপ্তর।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন