নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি
বুধবার, ৫ নভেম্বর, ২০২৫ ৩:২০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
৩৪ বছর বয়সী ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে বিজয়ী হয়েছেন।
সিএনএনের প্রক্ষেপণ অনুযায়ী, তিনি শহরের ইতিহাসে প্রথম মুসলিম ও প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র হিসেবে নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন। পাশাপাশি, তিনিই এখন পর্যন্ত শহরের সবচেয়ে কম বয়সী নির্বাচিত মেয়র।
মামদানি তাঁর প্রচারণায় শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়ন, বাড়িভাড়া নিয়ন্ত্রণ, গণপরিবহন বিনামূল্যে করা এবং সার্বজনীন শিশু যত্ন নিশ্চিত করার মতো নীতির প্রতিশ্রুতি দিয়ে দ্রুত জনপ্রিয়তা অর্জন করেন।
নির্বাচনে তিনি সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়োমো এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়াকে পরাজিত করেছেন। এর আগেও ডেমোক্র্যাটিক প্রাইমারিতে কুয়োমোকে হারিয়ে মামদানি আলোচনায় আসেন।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মামদানির এই জয় যুক্তরাষ্ট্রজুড়ে প্রগতিশীল রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। অন্যদিকে, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁকে ‘কমিউনিস্ট’ আখ্যা দিয়ে সতর্ক করেছেন যে, মামদানি দায়িত্ব নিলে তিনি নিউইয়র্ক সিটির ফেডারেল তহবিল বন্ধ করে দেবেন।
এদিকে, একই দিনে অনুষ্ঠিত ভার্জিনিয়া ও নিউ জার্সির গভর্নর নির্বাচনেও ডেমোক্র্যাট প্রার্থীদের জয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে। পাশাপাশি ক্যালিফোর্নিয়াতে কংগ্রেসীয় আসন পুনর্বিন্যাসের ভোটও ডেমোক্র্যাটদের অনুকূলে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
১১০ বার পড়া হয়েছে