সর্বশেষ

রাজনীতি

শাপলা কলি প্রতীকে ৩শ' আসনে প্রার্থী দেবে এনসিপি : নাহিদ 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫ ৬:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সব ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে এক ভিডিও বার্তায় দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এ ঘোষণা দেন।

নাহিদ ইসলাম বলেন, আমরা সারাদেশে ‘জুলাই সনদ’-এর পক্ষে জনমত গড়ে তুলেছি, বিচারের পক্ষে কথা বলেছি। এখন আমরা নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। ইনশাআল্লাহ, শাপলা কলি প্রতীকে ৩০০ আসনে প্রার্থী দেবো। জাতীয় নাগরিক পার্টি আপনার-আমার সবার দল।

তিনি আরও জানান, নির্বাচন কমিশন (ইসি) এনসিপিকে নিবন্ধন প্রদান করেছে এবং দলটি ‘শাপলা কলি’ প্রতীক পেয়েছে। এই সাফল্যের পেছনে দলের কেন্দ্রীয় ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের অক্লান্ত পরিশ্রমের কথা তুলে ধরে তিনি সকলকে ধন্যবাদ জানান।

নাহিদ ইসলাম বলেন, যারা নতুনভাবে রাজনীতি করতে চান, সৎ ও দেশপ্রেমিক নেতৃত্বে বিশ্বাসী—তাদের আমাদের সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি। সারাদেশে আমাদের সাংগঠনিক কার্যক্রম চলছে, এবং এ মাসের মধ্যেই প্রার্থিতার তালিকা চূড়ান্ত করা হবে।

দলটির আহ্বায়ক জানান, ফেব্রুয়ারিতে এনসিপি প্রতিষ্ঠার পর থেকেই তারা নিবন্ধনের কার্যক্রম শুরু করে। জুন মাসে নির্বাচন কমিশনে সব নথি জমা দেওয়া হলেও প্রত্যাশিত প্রতীক পেতে সময় লেগেছে। অবশেষে শাপলা কলি প্রতীক পেয়ে দলটি এখন নির্বাচনী প্রস্তুতিতে ব্যস্ত।

নাহিদ ইসলাম আরও বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষ একটি নতুন বাংলাদেশ প্রত্যাশা করেছিল। সেই বাংলাদেশ গড়ার লক্ষ্যেই আমাদের যাত্রা। আমরা মানুষের পাশে থেকে, মানুষের জন্য কাজ করে যাচ্ছি। জুলাই পদযাত্রায় আমরা জনগণের বিপুল সাড়া পেয়েছি, যা আমাদের অনুপ্রেরণা।

১১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন