সর্বশেষ

সারাদেশ

নড়াইল ১-এ আলহাজ বিশ্বাস জাহাঙ্গীর আলম বিএনপি'র মনোনীত

এস এম শরিফুল ইসলাম, নড়াইল
এস এম শরিফুল ইসলাম, নড়াইল

মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫ ৫:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সোমবার ২৩৭টি আসনের চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করেছে।

দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে প্রার্থীদের তালিকা প্রকাশ করেন।

নড়াইল-১ আসনে জেলা বিএনপি’র সভাপতি আলহাজ বিশ্বাস জাহাঙ্গীর আলমকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। প্রার্থী ঘোষণার পর তিনি আনন্দ প্রকাশ করে বলেন, "আলহামদুলিল্লাহ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলকে ধন্যবাদ জানাই। নির্বাচনে ‘ধানের শীষ’কে বিজয়ী করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো, ইনশাআল্লাহ।"

অপরদিকে, নড়াইল-২ আসনের জন্য প্রার্থী ঘোষণার সিদ্ধান্ত এখনও স্থগিত রাখা হয়েছে। এই আসনে প্রার্থীর দৌড়ে থাকছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ এবং জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ।

বিএনপি সূত্রে জানা গেছে, প্রার্থী মনোনয়ন প্রক্রিয়ার বাকি অংশ শেষ হলে নড়াইল-২ আসনের চূড়ান্ত প্রার্থীও ঘোষণা করা হবে।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন