আইয়ুব বাচ্চুর স্মরণে ডিএমভি বাংলা রক ফেস্টিভ্যাল হচ্ছে ভার্জিনিয়ায়
সোমবার, ৩ নভেম্বর, ২০২৫ ৮:০২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ভার্জিনিয়ার ফলস চার্চে আগামী ৭ নভেম্বর কিংবদন্তি গায়ক ও ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুকে স্মরণ করে আয়োজন করা হচ্ছে ‘ডিএমভি বাংলা রক ফেস্টিভ্যাল’-এর নতুন কনসার্ট, যার শিরোনাম ‘ঘর ছাড়া এক সুখী ছেলে’। কনসার্টটি সন্ধ্যা ৭টা থেকে রাত পর্যন্ত চলবে।
এতে ব্যান্ড বিবাগী, ক্রোনেজ, জটিল, স্যাডো ড্রিমস এবং রাফি আলম ও তাঁর ব্যান্ড আইয়ুব বাচ্চুর জনপ্রিয় গান পরিবেশনা করবেন। এছাড়াও অংশ নেবেন এলআরবি ব্যান্ডের সাবেক সদস্য এসআই টুটুল এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন এলআরবির প্রতিষ্ঠাতা সদস্য ও বেইজ গিটারিস্ট স্বপন।
আয়োজকরা জানিয়েছেন, কনসার্টে গান পরিবেশনার পাশাপাশি আবৃত্তি, আলোচনাসহ আরও কিছু বিশেষ আয়োজন থাকবে। আইয়ুব বাচ্চুর দীর্ঘদিনের সংগীত সহযোদ্ধা স্বপন ও টুটুলের উপস্থিতি এই অনুষ্ঠানের এক বড় আকর্ষণ।
আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন পরবর্তী প্রজন্মকে তাঁর সঙ্গীতের সঙ্গে পরিচিত করাতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এর মধ্যে রয়েছে স্মৃতি জাদুঘর স্থাপন, সম্মাননা প্রদান, কনসার্ট আয়োজন এবং অপ্রকাশিত গান প্রকাশ। ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ বলেন, আমাদের লক্ষ্য, আইয়ুব বাচ্চুর সৃষ্টিকে চিরকাল মানুষের মনে বেঁচে রাখা।
ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং আইয়ুব বাচ্চুর স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনা ও সন্তানরা এই উদ্যোগের সঙ্গে একমত, এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ভক্তরা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এই খবরের প্রতি তাদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
কনসার্টটি প্রবাসী বাঙালি ও আন্তর্জাতিক সংগীতপ্রেমীদের জন্য আইয়ুব বাচ্চুর অবিস্মরণীয় সঙ্গীতকে আবারও উপভোগ করার সুযোগ সৃষ্টি করবে।
১১৭ বার পড়া হয়েছে