সর্বশেষ

সারাদেশ

নড়াইলে যৌতুকের দাবিতে গৃহবধূ নির্যাতিত, স্বামী পলাতক

এস এম শরিফুল ইসলাম, নড়াইল
এস এম শরিফুল ইসলাম, নড়াইল

শনিবার, ১ নভেম্বর, ২০২৫ ১১:০৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নড়াইল সদর উপজেলায় যৌতুকের টাকার দাবিতে শান্তা বেগম (২৭) নামে এক গৃহবধূকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে তার স্বামী মোহাম্মদ রিফায়েত হোসেনের বিরুদ্ধে।

বর্তমানে শান্তা নড়াইল সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাটি ঘটেছে বুধবার (৩০ অক্টোবর) সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে। আহত শান্তা বেগম নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের সৈয়দ আরোজ আলীর মেয়ে। তার স্বামী রামচন্দ্রপুর গ্রামের আনসার উদ্দিনের ছেলে মোহাম্মদ রিফায়েত হোসেন।

শনিবার (১ নভেম্বর) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাঁদতে কাঁদতে শান্তা সাংবাদিকদের জানান, আমার বাবা আমার সুখের জন্য স্বামীকে বিদেশ পাঠাতে সাড়ে চার লাখ টাকা দেন। কিন্তু রিফায়েত বিদেশ না গিয়ে সেই টাকা দিয়ে মাদকের ব্যবসা শুরু করে। আমি তাকে ব্যবসা বন্ধ করতে বললে এবং টাকার হিসাব চাইলে সে আমাকে প্রায়ই মারধর করত।

তিনি আরও জানান, কিছুদিন আগে তিনি বাবার বাড়িতে চলে যান। পরে স্বামী ক্ষমা চেয়ে আবার তাকে বাড়িতে নিয়ে যায়। কিন্তু বাড়িতে নিয়ে যাওয়ার পর পুনরায় আরও টাকা দাবি করে এবং না দিতে চাইলে ঘরের ভেতর আটকে বেধড়ক মারধর করে। শিশুপুত্র রমিম দরজা খুলে দিলে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে অভিযুক্ত স্বামী রিফায়েত হোসেন বলেন, পারিবারিক কারণে স্ত্রীকে মারধর করা হয়েছে। যৌতুকের কোনো বিষয় নেই।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন