ব্রিটিশ রাজপরিবারে যত যৌনকেলেঙ্কারি: ঐতিহ্যের আড়ালে অন্ধকার অধ্যায়
শনিবার, ১ নভেম্বর, ২০২৫ ৮:২৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
শতাব্দী প্রাচীন ঐতিহ্য, রাজকীয় শৌর্য ও প্রভাব- এই তিন বৈশিষ্ট্যের প্রতীক ব্রিটিশ রাজপরিবার।
তবে সময়ের পরিক্রমায় এই পরিবারের ইতিহাস কেবল গৌরবেই সীমাবদ্ধ নয়; নানা বিতর্ক, বিশেষ করে যৌনকেলেঙ্কারির অভিযোগও প্রায়ই উঠে এসেছে আলোচনায়।
সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি হলো প্রিন্স অ্যান্ড্রুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ। মার্কিন ব্যবসায়ী জেফ্রি এপস্টিনের সঙ্গে সম্পর্ক এবং কিশোরী ভিকটোরিয়া জিউফ্রের অভিযোগে রাজপরিবার বড় ধরনের সঙ্কটে পড়ে। দীর্ঘ তদন্ত ও জনসমালোচনার মুখে প্রিন্স অ্যান্ড্রু শেষ পর্যন্ত তাঁর রাজকীয় দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হন।
রাজা তৃতীয় চার্লসের (তৎকালীন প্রিন্স চার্লস) ক্যামিলা পার্কার বোলসের সঙ্গে দীর্ঘদিনের গোপন সম্পর্কও রাজপরিবারের ভাবমূর্তিতে বড় দাগ ফেলে। প্রিন্সেস ডায়ানার সঙ্গে বিবাহিত জীবনে থাকা অবস্থায় এই সম্পর্ক প্রকাশ্যে আসলে বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
বর্তমান প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারির প্রজন্ম রাজপরিবারের ভাবমূর্তি পুনর্গঠনে কাজ করছে। তবুও হ্যারির আত্মজীবনী 'Spare'-এ প্রকাশিত নানা ব্যক্তিগত ও পারিবারিক তথ্য আবারও বিতর্কের জন্ম দেয়।
রাজনীতি ও গণমাধ্যম বিশ্লেষকরা বলছেন, রাজপরিবারের প্রতি জনগণের আগ্রহ যেমন প্রবল, তেমনি তাদের ব্যক্তিগত জীবনের প্রতিটি দিকও সুবিবেচনার আওতায় পড়ে। আর তাই সমাজে রাজপরিবারকে ‘নৈতিকতার প্রতীক’ হিসেবে দেখা হলেও, বারবার উঠে আসা যৌনকেলেঙ্কারি সেই ভাবমূর্তিকে গভীরভাবে নড়বড়ে করেছে।
১২৫ বার পড়া হয়েছে